১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৬:০৮:৬ পূর্বাহ্ন


কলঙ্কিত আগস্ট
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৫
কলঙ্কিত আগস্ট


বাংলাদেশের জাতীয় জীবনে আগস্ট মাস নানা কারণে কলঙ্কিত হয়ে থাকবে। লাখো মানুষের সর্বোচ্চ আত্মত্যাগ আর মা-বোনের সম্ভ্রমহানির মূল্যে অর্জিত মহান স্বাধীনতা কলঙ্কিত হয়েছিল ১৫ আগস্ট ১৯৭৫ দেশি-বিদেশি কুচক্রী মহলের প্রণোদনায় বঙ্গবন্ধুকে পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যার মাধ্যমে। আবার ২১ আগস্টেই রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে ভয়াবহ গ্রেনেড ছুড়ে হত্যা প্রচেষ্টায় রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হয়েছিল। 

এ আগস্টেই শেখ হাসিনা তার দীর্ঘমেয়াদে এক তরফা ক্ষমতা থাকার অবসান ঘটে গণঅভ্যুত্থানে। পালিয়ে যান তিনি দেশ ছেড়ে। এটাও একজন ক্ষমতাধর রাষ্ট্রনায়কের ইতিহাস ব্রেক করা পলায়ন ও পার্শ্ববর্তী এক দেশে আশ্রয় গ্রহণ। দেশের উন্নয়নে এতো কিছুর পরও শুধু অহঙ্কার দম্ভ ও ক্ষমতার প্রদর্শনে মানুষ অতীষ্ঠ ছিল। যার বিস্ফোরণ ঘটতে দেখা গেল এবং যে সূত্র ধরে ওই পালায়ন ইতিহাস সৃষ্টি হলো। বাংলাদেশের ইতিহাসে এটাও এক কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। এরপর একই আগস্টে শেখ হাসিনার পলায়নের পর অনেকটাই প্রশাসনের নীরবতার সুযোগে ভেঙে গুঁড়িয়ে মাটিতে মেশানো হয়েছে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘর। এটা সত্যিকার অর্থেই এক বেদনাদায়ক। এরপর ২০২৫ আগস্ট দেখলাম, সেখানে অকৃতজ্ঞ বাংলাদেশিদের একটি অংশের উল্লমফোন। জাতি হিসেবে আগস্ট মাস বাংলাদেশের ললাটে কালিমালেপন করেছে সন্দেহ নেই। কীভাবে আগস্ট মাসের ক্রমপুঞ্জিত পাপ মোচন হবে মহান আল্লাহ জানেন।

বঙ্গবন্ধু ইতিহাসের মহানায়ক। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা কোনো কিছু থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব নয়, তা তার অন্তর্ধানের ৫০ বছর পরও প্রতিপক্ষের আতঙ্ক থেকে দৃশ্যমান হয়েছে। স্বাধীন দেশে স্বাধীন মানুষ স্বাধীনতার স্থপতিকে মৃত্যু দিবসে শ্রদ্ধা জানাতে পারবে না এটি অকল্পনীয়। বঙ্গবন্ধু জাদুঘর ভেঙে গুঁড়িয়ে দিলেই কি ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে? এবার ১৫ আগস্ট বঙ্গবন্ধু প্রেমিকরা ডিজিটাল মাধ্যমে ব্যাপকভাবে বঙ্গবন্ধুকে স্মরণ করেছে। কিছু বিকৃত মানসিকতার মানুষ ৩২ নম্বরে সমবেত হয়ে সেখানে শ্রদ্ধা জানাতে আশা সাধারণ মানুষদের হেনস্তা করেছে। দেশ-বিদেশে এদের জন্য নানাভাবে ঘৃণা প্রকাশ করা হয়েছে। 

বঙ্গবন্ধু বাংলাদেশের সমার্থক। সাধারণ মানুষের কাছে অপার শ্রদ্ধার ভালোবাসার। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর আদর্শ বিচ্যুত হয়ে পতিত হয়েছে। আন্তর্জাতিক নিয়মকানুন মেনে দোষী মানুষগুলোর বিচার হোক প্রশ্ন করবো না। কিন্তু কীভাবে স্বাধীন বাংলাদেশে ৭ মার্চ, ১৫ আগস্ট অবমূল্যায়িত হতে পারে? এ প্রশ্নের সমাধান হতেই হবে। প্রকৃতির বিচার থেকে কেউ রক্ষা পাবে না।

শেয়ার করুন