১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৩৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


কনস্যুলার সেবার ফি বৃদ্ধিতে বাংলাদেশ সোসাইটির প্রতিবাদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৬-২০২৫
কনস্যুলার সেবার ফি বৃদ্ধিতে বাংলাদেশ সোসাইটির প্রতিবাদ বাংলাদেশ সোসাইটির স্মারকলিপি হস্তান্তর


যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সোসাইটি কনস্যুলার সার্ভিসের ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সোসাইটি মনে করে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক, প্রবাসীবিরোধী এবং অবিলম্বে তা প্রত্যাহার করা উচিত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কনস্যুলেট সার্ভিসে কিছু সেবার ফি ৭৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা প্রবাসীদের জন্য এক ধরনের আর্থিক শাস্তির শামিল বলে মনে করছে বাংলাদেশ সোসাইটি।

বর্তমান সরকারকে প্রবাসীবান্ধব সরকার বলা হলেও বাস্তবে একের পর এক প্রবাসীবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে এই সরকার। এ রকম ফি বৃদ্ধি সেই প্রমাণই বহন করে। প্রবাসীরা দুই হাত ভরে সরকারের পাশে দাঁড়িয়ে রেমিট্যান্সের বন্যা বইয়ে দিচ্ছে, অথচ সরকার তাদের বারবার হতাশ করছে। প্রবাসীরাই সরকারের সবচেয়ে বড় সহযোগী হলেও তাদের নানা ভোগান্তির মাধ্যমে প্রতিদান দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সোসাইটি দাবি জানাচ্ছে ফি পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে হবে এবং সম্ভব হলে আগের চেয়েও কমিয়ে আনতে হবে, যাতে প্রবাসীরা সরকারি সেবা সহজেই গ্রহণ করতে পারে। বাংলাদেশ সোসাইটি মনে করে সরকারের উচিত হবে প্রবাসীদের সঙ্গে আলোচনা করে যুক্তিযুক্ত ও মানবিক সিদ্ধান্ত নেওয়া। না হলে সরকারের প্রতি প্রবাসীদের আস্থা ও সমর্থন ব্যাহত হতে পারে। বাংলাদেশ সোসাইটি এই সিদ্ধান্তকে প্রবাসীদের প্রতি চরম অবহেলা ও অমানবিক আচরণের প্রতিফলন বলে মনে করছে এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রবাসীবান্ধব নীতির বাস্তবায়ন নিশ্চিত করুন।

শেয়ার করুন