প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ২০ মে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজধানীসহ সারাদেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা যোগ দেন।
বৈঠকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা কয়েকটি আলোচিত ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন।
এদিকে বেশকিছুদিন ধরেই বাংলাদেশের অভ্যন্তরে নানা ইস্যুতে উত্তাল ভাব লক্ষ্য করা গেছে। সীমান্তে পুশইনের চেষ্টা করা হচ্ছে। মায়ানমারের আরাকানে মানবিক করিডোর নিয়ে দেশের অভ্যন্তরে রাজনৈতিক পক্ষ বিপক্ষ বক্তব্য চলমান। বন্দর পরিচালনায় বিদেশী ম্যানেজম্যান্টের কাছে দায়িত্ব দেয়াসহ বেশ কিছু ইস্যু। এর বাইরে ঘরোয়া রাজনীতিতেও বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিদিন প্রেসক্লাব, শাহবাগ সহ বিভিন্ন রাস্তায় আন্দোলনকারীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কতিপয় দাবি নিয়ে ছাত্র শিক্ষকদের নজীরবিহীন আন্দোলন, যমুনামুখী লংমার্চ। গার্মেন্টস কর্মীদের যমুনামুখী কর্মসূচি।
ঢাকা দক্ষিণের মেয়র ইস্যুতে নগরভবনের সামনে চলমান আন্দোলন। পক্ষ বিপক্ষ বক্তব্য। ঢাকা উত্তরের প্রশাসককে অপসারনের আল্টিমেটামসহ নানা ইস্যু বিদ্যমান। এরপর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে দলটি ঝটিকা মিছিল করার অব্যাহত চেষ্টা থেকে শুরু করে মাঠ উত্তপ্ত হচ্ছে রাজনীতির। বিএনপির দ্রুত নির্বাচনের দাবি তো আছেই। এর সঙ্গে এনসিপিও নামছে মাঠে বিভিন্ন দাবি- দাওয়া নিয়ে। সারা দেশে আইনশৃংখলাবাহিনীর অভিযান অব্যাহত। গ্রেফতার করা হচ্ছে অপরাধীদের। এরপরও সব মিলিয়ে একটা উত্তপ্ত অবস্থার মধ্যদিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এরবাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন তো আছেই।
সব মিলিয়ে এমনি এক মুহূর্তে প্রধান উপদেষ্টার এমন বৈঠকের তৎপর্য অনেক। এবং দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্নস্তরের মানুষের দৃষ্টি ছিল বৈঠকের পানে।