১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০১:১৪:৩০ অপরাহ্ন


লিফলেট বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ
উর্দু নামে দলের নিবন্ধন বন্ধের আহ্বান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৫-২০২৫
উর্দু নামে দলের নিবন্ধন বন্ধের আহ্বান অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একাংশ


নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়। নিউইয়র্কের বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে। গত ১১ মে সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বেবী নাজনীন এবং লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ভার্চুয়ালি বাংলাদেশ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুইয়া, নিউইয়র্ক মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন।

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাছির, নাছির উদ্দিন, কামাল উদ্দিন দিপু, জিয়াউল হক মিশন, শাহাদাত হোসেন রাজু, সাবেক যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক, নিউইয়র্ক মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন, নিউইয়র্ক স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রইস উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ফারদিন রনি, আব্বাস উদ্দিন, কামাল হোসেন হাওলাদার, জামালুর রহমান চৌধুরী, বিএনপি নেতা গোলাম মাহমুদ, ফেরদৌস ওয়াহিদ, ইকবাল হোসেন, মজিবুর রহমান স্বপন, কাজী মনির, মো. সোহেল, যুবদল নেতা মনির হোসেন, নুরে আলমসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে বেবী নাজনীন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার বাস্তবায়ন করে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে সত্যিকারের জনকল্যাণমুখী সরকার গঠন করা হবে। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কার করা হবে। তিনি বর্তমান সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৩১ দফার আলোকে দুর্নীতি মুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

জিল্লুর রহমান জিল্লু বলেন, আজকে যারা সংস্কারের কথা বলছেন, তাদের স্যালুট দেওয়া প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। কারণ তিনি সবার আগে রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার জন্য। তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভাষার জন্য আমাদের প্রাণ দিতে হয়েছে। সেহেতু বাংলাদেশে কোন উর্দুভাষার রাজনৈতিক দল থাকতে পারে না। তিনি উর্দু ভাষার রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত নয় বাতিলের আহ্বান জানান

জসীম ভূইয়া বলেন, এই সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। তানাহলে অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে সমস্যা আরো বাড়তে পারে। সভাপতির বক্তব্যে সেলিম রেজা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী চিন্তায় রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফার প্রস্তাবনা দিয়েছেন তা বাস্তবায়িত হলে সত্যিকার অর্থেই বাংলাদেশ একটি গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।

শেয়ার করুন