১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০১:১৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


স্কুলেই শিক্ষার্থীদের চারটি ভাষায় দক্ষ করা হবে : তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৫
স্কুলেই শিক্ষার্থীদের চারটি ভাষায় দক্ষ করা হবে : তারেক রহমান তারেক রহমান


স্কুলেই শিক্ষার্থীদের বাংলাসহ চারটি ভাষায় দক্ষ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে তারেক রহমান এ কথা জানান।

তারেক রহমান বলেন, বাংলার পাশাপাশি ইংরেজি যে সিলেবাসটি আছে সেটার ওপর জোর দেওয়া হবে। সেকেন্ড ও থার্ড আরেকটি ভাষা আনতে চাই। যেমন-চায়নিজ, মান্দারিন, জার্মান, ইতালীয়, ফ্রেঞ্চ ও অ্যারাবিক। ছয়-সাতটা ভাষা থাকবে। তারেক রহমান আরও বলেন, ‘একজন শিক্ষার্থী প্রাইমারিতে প্রথম দুই-তিন বছর জার্মান শিখল। সেটার কোর্স সম্পন্ন হলে, সেকেন্ডারিতে আরেকটা ভাষার ওপর দক্ষ হয়ে উঠল। বড় হতে হতে মিনিমাম চারটি ভাষা শিখল। নিজের ভাষার পাশাপাশি আরও তিনটি ভাষার ওপর দখল থাকলে, আমরা বিশ্বাস করি, পৃথিবীর যেখানেই যাবে মোটামুটি কিছু একটা করে নিতে পারবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘স্কুল, কলেজে সামার ভ্যাকেশনটা ভাগ করে নিতে পারি। যে কয়দিন ছুটি থাকে সেই সময়টা আমরা কাজে লাগাতে পারি। বাচ্চারাও রাগ করতে পারে, তারা মনে করতে পারে তাদের ছুটি কমে গেল। আমরা ছুটির সময়টা প্রশিক্ষণের জন্য ভাগ করে নেব। এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা আছে, বিষয় অনেক ডিটেইলস।’

‘কর্মমুখী শিক্ষার কোর্স’ 

স্কুল-কলেজ ছুটিকালীন ‘কর্মমুখী শিক্ষার কোর্স’ চালু করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম, নেতৃত্বে উদ্বুদ্ধ করার জন্য স্কাউট, বিএনসিসি, নলেজ বেইজ শিক্ষা, খেলাধুলা ন্যূনতম আকারে বাধ্যতামূলক করার বিষয়েও আগ্রহের কথা জানান তিনি। তারেক রহমান বলেন, ‘আপনারা যাদের নিয়ে কথা বলছেন, তারা জাতির ভবিষ্যৎ। তার যদি ডিসিপ্লিন হয়, তাহলে দেশ এগিয়ে যাবে। স্কুলে স্কাউট, বিএনসিসি ছিল। এর মাধ্যমে বাচ্চারা ডিসিপ্লিন থাকত। আমার ইচ্ছা আছে আমরা যদি আগামী দিনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারি, তাহলে এই বিষয়গুলো পুরোদমে চালু করবো।’ 

তারেক রহমান আরও বলেন, ‘স্কুল, কলেজে সামার ভ্যাকেশনটা ভাগ করে নিতে পারি। যে কয়দিন ছুটি থাকে সেই সময়টা আমরা কাজে লাগাতে পারি। বাচ্চারাও রাগ করতে পারে, তারা মনে করতে পারে তাদের ছুটি কমে গেল। আমরা ছুটির সময়টা প্রশিক্ষণের জন্য ভাগ করে নেব। এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা আছে, বিষয় অনেক ডিটেইলস।’ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা প্রাইমারি স্কুল থেকে আরও বেশি গুরুত্ব দিতে চাই। শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, বর্তমানে এনাফ নয়।

শেয়ার করুন