৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৭:৬:৫৭ পূর্বাহ্ন


ইন্টার স্টেট বিএনপির সংবাদ সম্মেলন : প্রবাসীদের জন্য ২৫ আসন দাবি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৫
ইন্টার স্টেট বিএনপির সংবাদ সম্মেলন : প্রবাসীদের জন্য ২৫ আসন দাবি বক্তব্য রাখছেন ফিরোজ আহমেদ


কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র বিএনপির কার্যক্রম বন্ধ। সোজা কথা বিএনপির ব্যানার ব্যবহার করে কেউ অনুষ্ঠান করতে পারবে না। যারা দিনের পর দিন দল করেছে, তারাই এখন অসহায়। তবে দলের নেতৃত্বে প্রতি তাদের রয়েছে অবিচল আস্থা। তারা আশা করছেন আগামীতে এই সিন্ধান্ত কেন্দ্রীয় কমিটি পুনর্বিবেচনা করবে। মূলত যুক্তরাষ্ট্র বিএনপির বিভক্তিকে কেন্দ্র করে গঠন করা হয়েছিল ইন্টার স্টেট বিএনপি। গত ৮-৯ বছরে তারা অনেক অনুষ্ঠান করেছে। বিএনপির দুর্দিনে আন্দোলন-সংগ্রাম করেছে। সেই সংগঠনের পক্ষ থেকেই গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের পরিচালনায় সংবাদ সম্মেলনে ইন্টার স্টেট বিএনপির পক্ষ থেকে ১৬টি দাবি উপস্থাপন করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৫টি আসন সংরক্ষণ। নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান চালু। ক্ষোভ প্রকাশ করা হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক মোদিকে স্বাগত জানানোর বিষয়ে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইন্টার স্টেট বিএনপির সহ-সভাপতি চৌধুরী সালেহ, বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাঈম টুটুল, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, আবুল কালাম, কোকো স্মৃতি সংসদের সভাপতি শাহাদাত হোসেন রাজু।

লিখিত বক্তব্যে কাজী শাখাওয়াত হোসেন আজম বলেন, আপনারা জানেন একটি অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। তাই বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি ও প্রবাসীদের কিছু দাবি-দাওয়া নিয়ে আজকের এই সংবাদ সম্মেলন। আপনাদের মাধ্যমে সব প্রবাসীর হয়ে বর্তমান সরকারের কাছে আমাদের এই দাবিগুলো পৌঁছাতে চাই-

১. ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণআন্দোলন ও ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির নেতাকর্মীসহ নিহত সবার প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আর যারা আহত হয়েছেন, তাদের দ্রুত রোগমুক্তি কামনা করি। 

২. অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন। 

৩. বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের জনপ্রিয় রাজনীতিবিদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন দেশে ফিরবেন, সেই দিন থেকে তাকে নিরাপত্তা প্রদান। 

৪. বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বিগত স্বৈরাচারের আমলে যেসব নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের হদিস চাই ও সংশ্লিষ্টদের দ্রুত বিচার চাই। 

৫. ট্রাম্প প্রশাসন কর্তৃক সম্প্রতি জারিকৃত অবৈধদের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারপ্রধানকে অনুরোধ জানাচ্ছি রাষ্ট্রীয় পর্যায়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠিয়ে এই ব্যাপারে বাংলাদেশিদের যাতে সহযোগিতা প্রদান করা হয়। 

৬. আমরা প্রবাসীদের ভোটাধিকার চাই। 

৭. বিদেশের মাটিতে এম্বাসীর মাধ্যমে সব প্রবাসীকে এনআইডি কার্ড প্রদান। 

৮. প্রশাসনে এখনো পতিত স্বৈরাচারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত সব আমলা ও কর্মকর্তাকে দ্রুত অপসারণ। 

৯. পিলখানা হত্যাকাণ্ড ও বিডিআর বিদ্রোহের প্রকৃত অপরাধীদের সঠিক তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিচার নিশ্চিত করা। 

১০. আগামী সংসদ নির্বাচনে প্রবাসী কোটায় অন্তত ২৫টি আসন চাই। 

১১. পুনরায় ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান চাই। 

১২. আয়নাঘর সংশ্লিষ্ট সবাইকে দ্রুত বিচারের আওতায় আনা হোক। 

১৩. বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের কারিগরদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। 

১৪. সাগর রুনি হত্যাসহ স্বৈরাচারের আমলে সব সাংবাদিক হত্যার বিচার চাই।

১৫. বিদেশে বসে যারা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত তাদের সবাইকে আইনের আওতায় নেওয়ার জোর দাবি জানাচ্ছি। 

১৬. দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি চাই।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্মকর্তারা।

শেয়ার করুন