১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৭:৪২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


কঠিন চ্যালেঞ্চের মুখে বাংলাদেশের এ অলরাউন্ডার
তৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত বোলিংয়ে নিষেধাজ্ঞা সাকিবের
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৫
তৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত বোলিংয়ে নিষেধাজ্ঞা সাকিবের


আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলো সাকিব আল হাসানের বোলিং। টানা দুইবার পরীক্ষা দিয়েও ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় এই নিষেধাজ্ঞার মুখে পড়লেন তিনি। এর ফলে তার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাও এখন প্রশ্নের মুখে। তবে সাকিব যদি তার তৃতীয় পরিক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে আবার ফিরতে পারবেন বোলিংয়ে। তার আগে তাকে আইসিসি’র নির্ধারিত বোলিং উপদেষ্টার কাছে রিহ্যাব প্রগ্রামে অংশ নিতে হবে।

এ ব্যাপারে সাকিবকে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। কারন তৃতীয়বারও ফেল করার অর্থ সাকিবের বোলিং ক্যারিয়ারের ইতি।

এদিকে গতবছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। তখন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইংলিশ ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে। বোলিং অ্যাকশন বৈধ প্রমাণের জন্য তাকে পরীক্ষা দিতে বলা হয়।

গত ডিসেম্বরের শুরুর দিকে প্রথমবার যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি সাকিব। এবার ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও একই ফল জুটেছে সাকিবের ভাগ্যে।

এর ফলে পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত আর বোলিং করতে পারবেন না সাকিব। তবে সাকিব শুধু ব্যাটার হিসেবে আন্তর্জাতিক সহ অন্য সব ধরনের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন। বোলিং নয়।

শেয়ার করুন