১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬:০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বুয়েট গ্র্যাজুয়েটদের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৫
বুয়েট গ্র্যাজুয়েটদের সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতি


বুয়েট অ্যালামনাই গত ২৭ ডিসেম্বর ২০২৪ শুক্রবার বুয়েট খেলার মাঠে প্রকৌশলে ১৯৭৪ এবং স্থাপত্যে ১৯৭৫ ব্যাচের গ্র্যাজুয়েটদের ৫০ বছর এবং প্রকৌশলে ১৯৯৫ এবং স্থাপত্যে ১৯৯৬ ব্যাচের গ্র্যাজুয়েটদের ৩০ বছর পূর্তিতে সংবর্ধনা জ্ঞাপনের এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৫০তম গ্র্যাজুয়েটদের ৯৭ জন এবং ৩০তম গ্র্যাজুয়েটদের ১৫৫ জনকে সম্মাননা প্রদান করা হয়। প্রকৌশলী ইমু রিয়াজুল হাসানের সঞ্চালনায় এবং বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি প্রফেসর ড. আইনুন নিশাতের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রাক্তন প্রফেসর এ.এফ.এম আবদুর রউফ এবং সম্মানিত অতিথি হিসেবে বুয়েট অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মো: বদরুজ্জামান বক্তৃতা প্রদান করেন। আরও বক্তব্য দেন বুয়েট অ্যালামনাইয়ের মহাসচিব প্রকৌশলী মাহ্তাব উদ্দিন এবং বুয়েট অ্যালামনাইয়ের সমন্বয়ক ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিক। সংবর্ধিত ৫০ বছরের গ্র্যাজুয়েটদের পক্ষ থেকে বুয়েট অ্যালামনাই ১৯৭০-১৯৭৪ ব্যাচের প্রতিনিধি প্রকৌশলী মুনীর উদ্দিন আহমেদ ও ৩০ বছর গ্র্যাজুয়েটদের পক্ষ থেকে বুয়েট ৮৮-ব্যাচের প্রতিনিধি প্রকৌশলী মো. শহিদুল আলম বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটি বিকালে থেকে অতিথিদের আগমনের মধ্যে দিয়ে শুরু হয় এবং রাত ৮টায় নৈশ ভোজের মাধ্যমে শেষ হয়। সংবর্ধিত ব্যাচের অ্যালামনাইদের সম্মানিয় ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে উভয় ব্যাচের লেখার সমন্বয়ে একটি আকর্ষণীয় ‘নিউজলেটার ডিসেম্বর ২০২৪’ প্রকাশিত হয়। একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানটিকে আরো আকর্ষণীয় করে তুলে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন বুয়েট অ্যালামনাইবৃন্দ।

উক্ত অনুষ্ঠানের যাবতীয় খবরাখবর প্রচারে আপনার সার্বিক সহযোগিতা আমাদেরকে বিশেষ ভাবে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে।

শেয়ার করুন