১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০৪:১৩:০৩ পূর্বাহ্ন


৫ সাংবাদিকের সদস্য পদ স্থগিত, ১২ জনের ব্যাংক হিসেব তলব
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৫
৫ সাংবাদিকের সদস্য পদ স্থগিত, ১২ জনের ব্যাংক হিসেব তলব


জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যার উস্কানিদাতা পাঁচজন সাংবাদিকের সদস্য পদ স্থগিত করেছে জাতীয় প্রেসক্লাব। সদস্যপদ স্থগিত হওয়া পাঁচজন সিনিয়র সাংবাদিক হলেন- দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ জার্নাল’র সম্পাদক শাহজাহান সরদার, গ্লোবাল টেলিভিশনের সাবেক সিইও ও বতর্মানে ঢাকা জার্নালের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, দি সাউথ এশিয়ান টাইমস’র সম্পাদক ও প্রকাশক দীপক কুমার আচার্য ও অ্যানার্জি অ্যান্ড পাওয়ার’র সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন।

গত ২৭ ডিসেম্বর শুক্রবার প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে ব্যবস্থাপনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচজন সাংবাদিকের সদস্য পদ স্থগিত বিষয়ে হাসান হাফিজ বলেন, প্রথমে স্থগিত করা হয়েছে। ধীরে-ধীরে বাতিল হয়ে যাবে।

১২ সাংবাদিকের ব্যাংক হিসেব তলব 

নতুন করে আরও ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (৩০ ডিসেম্বর ) সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়ে তাদের হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে।

বিএফআইইউর তথ্য চাওয়ার তালিকায় রয়েছেন-সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক এমডি সুভাষ চন্দ্র বাদল, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন, বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম হাসিব, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দীপ আজাদ, বাসসের সাবেক প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ ও উপপ্রধান সম্পাদক ওমর ফারুক, পিআইবির সাবেক মহাপরিচালক জাফর ওয়াজেদ, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হোসনে আরা মমতা ইসলাম সোমা (সোমা ইসলাম), দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ওবায়দুল কবীর মোল্লা, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, ফ্রিল্যান্স সাংবাদিক অজয় দাস গুপ্ত এবং গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।

শেয়ার করুন