ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ছে বাংলাদেশ সচিবালয়। বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ এ অগ্নিকাণ্ড এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে যাচ্ছিল ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
সংশিলিষ্ট সূত্র জানাচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রথমে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে তা বাড়িয়ে প্রথমে ১৩ ও পরে ১৮ করা হলেও ভোর ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ দেখা যায়নি।
সামাজিক মাধ্যমে আগুনের ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে। নিউজ চ্যানেলগুলো দ্রুতই সরাসরি কভার করতে শুরু করে।