৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১১:৫৭:৩৮ পূর্বাহ্ন


নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা খুবই উদ্বেগজনক
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৪
নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা খুবই উদ্বেগজনক বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ


বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত বামজোট, সিপিবি, বাসদের সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার করুন, পত্রিকা অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন, জনজীবনের নিরাপত্তা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে গত ২৬ নভেম্বর বিকাল সাড়ে তিনটায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বামজোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সদস্য রুবেল শিকদার। সমাবেশ পরিচালনা করেন বাসদ (মার্কসবাদী) দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বামজোট, সিপিবি, বাসদ, ছাত্র ইউনিয়নের সমাবেশে যথাক্রমে শরীয়তপুর, তেতুলিয়া, গাজীপুর ও জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াতের লোকজনের নাম নিয়ে হামলার ঘটনা ঘটেছে। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের পত্রিকা অফিসে হামলার ঘটনা ঘটেছে। ভিন্ন মত-পথের দল, ব্যক্তি, প্রতিষ্ঠানকে পুরনো ফ্যাসিবাদী কায়দায় হামলা-আক্রমণ করা গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী। এইসব হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, যে ছাত্র-তরুণরা জীবনবাজি রেখে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী হাসিনার পতনে লড়াই করেছে, তাদের নিজেদের মধ্যে সংঘাত-সংঘর্ষের ঘটনা খুবই উদ্বেগজনক। নেতৃবৃন্দ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সি-িকেট ভেঙে দেয়াসহ সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, এই সময়ে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা নিয়ে যে মুখোমখি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটা কাম্য হতে পারে না। কোনভাবেই সাম্প্রদায়িক সহিংসতার দিকে যাতে এটা না এগোয় সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য তারা সরকারকে আহবান জানান। নেতৃবৃন্দ দেশের আপামর জনগণকে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী যে কোনো ঘটনার বিরুদ্ধে সোচ্চার থেকে একটা পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রের লড়াইকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন