৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৪০:৫৫ অপরাহ্ন


বাংলাদেশ সোসাইটির নির্বাচন
ভাঙ্গাগড়ার খেলা চলছে : কারো পৌষ কারো সর্বনাশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২৪
ভাঙ্গাগড়ার খেলা চলছে : কারো পৌষ কারো সর্বনাশ রুহুল-জাহিদ পরিষদের প্যানেল পরিচিতি


প্রবাসের মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী ২৭ অক্টোবর। এই নির্বাচনে দুটো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে দুটো প্যানেল। একটি প্যানেল হচ্ছে রুহুল-জাহিদ এবং অপরটি হবে সেলিম-আলী প্যানেল। দুটো প্যানেলই তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এডভোকেট জামাল আহমেদ জনি জানিয়েছেন, বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটি আমাদের যে ভোটার তালিকা দেবেন, সেই তালিকা অনুযায়ী আমরা নির্বাচন করবো বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী। আরেক প্রশ্নের জবাবে এডভোকেট জামাল আহমেদ জনি জানিয়েছেন, ভোট গ্রহণের জন্য ৫টি কেন্দ্র ঠিক করা হয়েছে। উডসাইডের ভোট গ্রহণ করা হবে গুলশান টেরেসে, জ্যামাইকায় ইকরা পার্টি সেন্টারে, ব্রুকলীনের পিএস ১৭৯ স্কুলে, ওজনপার্কে ৮০-৫০ পিটকিন এভিনিউতে মুনা সেন্টারে এবং ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান বলেন, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের স্বার্থে ঠিকানা অনুযায়ী ভোটারদের তাদের কেন্দ্রে ভোট দিতে হবে। অন্যকোন কেন্দ্রে গিয়ে ভোট দেয়া যাবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের কেন্দ্রের ভিতরে কাউকে গন্ডগোল করার সুযোগ দেয়া হবে না। আরেক প্রশ্নে তিনি বলেন, ভোট গ্রহণ করা হবে টার্চ স্কিন মেশিনে। তিনি আরো বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন।

অন্যদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুটো প্যানেল বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দুটো প্যানেলই এলাকাভিত্তিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে শুরু হয়েছে ভাঙ্গাগড়ার খেলা। সেই খেলায় কেউই স্বস্তিতে নেই। এই খেলায় কারো জন্য পৌষ মাস আবার কারো জন্য সর্বনাশ। নিজের গাইটের অর্থ খরচ করে ভোটার বানিয়েও তাদের উপর আস্থা রাখতে পারছেন না। নানাবিধ জটিল সমীকরণ এবং হিসাব নিকাশে সাজানো বাগানের যেন হতশ্রী অবস্থা। এই খেলা চলতে থাকলে জয় পরাজয়ের সমীকরণ অন্য রকম হতে পারে।

রুহুল-জাহিদ পরিষদের সভা

প্রবাসে বাংলাদেশী পার্লামেন্ট হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। নির্বাচন কে সামনে রেখে রুহুল-জাহিদ পরিষদ বিরামহীন প্রচারনার সাথে বিভিন্ন এলাকায় প্যানেল পরিচিতির সভার আয়োজন করে।

গত ১৪ অক্টোবর রুহুল-জাহিদ পরিষদ সিটি লাইনের (ওজনপার্ক) লাবন্য পার্টি হলে প্যানেল পরিচিতি সভার আয়োজন করে। পরিচিতি সভা ছিল কানায় কানায় পূর্ণ। সবার সেরা পরিষদ রুহুল-জাহিদ পরিষদ স্লোগানে ছিল অনুষ্ঠানস্থল মুখরিত। সব শ্রেণীর মানুষের উপস্থিতিতে আয়োজকদের উদ্বেলিত করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানী বাজার সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার মহিউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বিয়ানীবাজার সমিতির কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু। পরিচালনায় সহযোগীতা করেন জালালাবাদ এসোসিয়েশনের কর্মকর্তা হেলিম উদ্দিন। মঞ্চে উপবিষ্ট ছিলেন সোসাইটির বর্তমান সভাপতি আব্দুর রব মিয়া, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বুরহান উদ্দীন কপিল, কমর উদ্দীন, সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু, জালালাবাদ এসোসিয়েশনের একাংশের সভাপতি ময়নুল ইসলাম, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, এম বাসেত রহমান, আলিম উল্লাহ, মোশাররফ হোসেন সবুজ, জে মোল্লা সানি। পবিত্র কুরআন তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন মৌলানা সায়ফুল আলম সিদ্দিকী। স্বাগতিক বক্তব্য রাখেন গৌছ উদ্দিন খান। 

প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রার্থীদের পরিচিতি অনুষ্ঠান পরিচালনা করেন আজিজুর রহমান সাবু। পরিচিতি অনুষ্ঠান শেষে সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, অনেকে অনেক কথা বলা বলি করে। তিনি এসব কথার প্রতিবাদ করে বলেন, কেউ আমার সম্মুখে এসে কোন কথা বলতে পারবে না। আমি সোসাইটির জন্য সবসময় ভাল কাজ করেছি। সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী বলেন, অনেকে আবার বলেছিল আমাদের প্যানেল হবে না, আমাদের নাকি ভোট নেই, আমরা নাকি ভোট পাব না। কোন প্রতিদ্বন্দ্বিতা হবে না। এখন আবার বলছে তাদের ভোট চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে বলেন, সমাজ সেবা করতে হলে ভাল মন নিয়ে আসেন। আগে নিজে ভাল হোন। তারপর সমাজ সেবায় আসুন। তিনি প্যানেলের সমর্থক ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের পক্ষে বিতর্কে যাবেন না। আগামী ২৭ অক্টোবর রুহুল-জাহিদ প্যানেলে ভোট প্রদান করার আহ্বান জানান। 

সেক্রেটারী প্রার্থী জাহিদ মিন্টু প্যানেলের ভবিষ্যত কর্ম পরিকল্পনায় সোসাইটির কমপ্লেক্স নির্মাণ প্রসঙ্গে বলেন, তার প্যানেল নির্বাচনে জয়ী হলে সবাইকে সাথে নিয়ে সোসাইটির কমপ্লেক্স নির্মাণ করা হবে। তার প্যানেল বিজিত হলে ও যারা বিজয়ী হবে সোসাইটির কমপ্লেক্সের জন্য তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন। জাহিদ মিন্টু বলেন, রুহুল- জাহিদ পরিষদ নবীন প্রবীণ ও মহিলাদের সমন্বয় করে গঠন করা হয়েছে। এই প্যানেলে সব পেশার, দক্ষ সংগঠক নিয়ে গঠিত। যারা সোসাইটির সাথে দীর্ঘদিন সম্পৃক্ত তাদের প্যানেলে রাখা হয়েছে। তিনি বলেন, আমাদেরকে মুলধারায় যেতে হলে ঐক্যের বিকল্প নেই। কমিউনিটির বিভক্তি আমরা লক্ষ্যে যেতে পারবো না। আমরা সেই ঐক্যের জন্য কাজ করবো। প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডভোকেট আরিফুর রহমান, কাজী ফৌজিয়া, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, আব্দুল মতিন, জালালাবাদের সাধারণ সম্পাদক আসাদুল গনি আসাদ, আল আমান মসজিদের সভাপতি কবির চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, আব্দুল করিম, ওজনপার্কে এংকোর ট্রাভেল্সের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ মাইন উদ্দিন প্রিন্টু প্রমুখ। সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

রুহুল-জাহিদ প্যানেলের প্রার্থীরা হচ্ছেন সভাপতি রুহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক সরওয়ার খান বাবু, কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এস সাদী (সাদী মিন্টু), সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক নাদির আহমেদ আইয়ুব, সাহিত্য সম্পাদক রোমানা আহমদ, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক শাহনাজ হোসেন। কার্যকরি কমিটির সদস্য পদে লড়ছেন মোহাম্মদ রব মিয়া, মোহাম্মদ তাজু মিয়া, এমডি এন ইসলাম, রফিকুল ইসলাম ডালিম ও সাইফুল ইসলাম।

সেলিম-আলী প্যানেল

এদিকে সেলিম-আলী প্যানেলের পরিচিত সভা গত ১৩ অক্টোবর সন্ধ্যায় জ্যামাইকার তাজমহল পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা ওসমান গনির সভাপতিত্বে এবং ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার এবং বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপুর পরিচালনায় অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন এই প্যানেলের আহবায়ক শাহ নেওয়াজ, জালালাবাদ এসোসিয়েশনের একাংশের সভাপতি বদরুল হোসেন খান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, কাজী আজহারুল হক মিলন, তৈয়বুর রহমান হারুণ, ছদনূর নূর, কাজী শাখাওয়াত হোসেন আজম, মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম শিকদার, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, ফারুক হোসেন মজুমদার, সরাফ সরকার, মুকবুল রহিম চুনই, সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, নাঈম টুটুল, আব্দুল হাসিব মানুম, মোর্শেদ আলম, আক্তার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি প্রার্থী মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি প্রার্থী কামরুজ্জামান কামরুল প্রমুখ। এ প্যানেলের প্রার্থীরা হচ্ছেন- সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ প্রার্থী মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ডিউক খান, কালচারাল সম্পাদক প্রার্থী মোস্তফা অনিক রাজ, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ (নির্বাচিত), সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক প্রার্থী আকতার বাবুল, ক্রীড়া সম্পাদক আশরাব আলী খান, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রার্থী হাসান জিলানী। কার্যকরি সদস্য এ সিদ্দিক পাটোয়ারি, হারুণ চেয়ারম্যান, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর শহীদ সরওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান।

গভায় বক্তারা এই প্যানেলকে জয়যুক্ত করার আহবান জানান।

শেয়ার করুন