৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:২০:৫৭ অপরাহ্ন


শাহজাহান খান আটক
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২৪
শাহজাহান খান আটক


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে রাতে ধানমন্ডিতে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।


বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।  
শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবার সংসদ সদস্য নির্বাচিত হন।


২০০৯ সাল থেকে তাকে নৌপরিবহণ মন্ত্রীর দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। নৌপরিবহণ মন্ত্রী থাকাকালীন তার বিরূদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে।
বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। গারমেন্টস শ্রমিকদের মধ্যেও তার বেশ প্রভাব রয়েছে।

শেয়ার করুন