৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৮:৪৩ অপরাহ্ন


‘বাংলা পোস্ট’ পত্রিকা উদ্বোধন করেন মেয়র এরিখ এডামস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৪
‘বাংলা পোস্ট’ পত্রিকা উদ্বোধন করেন মেয়র এরিখ এডামস বাংলা পোস্ট হাতে মেয়রসহ অন্যান্যরা


গত ১৯ আগস্ট সোমবার লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বারী মিডিয়ার উদ্যোগে ‘বাংলা পোস্ট’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ‘বাংলা পোস্ট’ পত্রিকার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নিউ ইয়র্ক কমিউনিটির সকল প্রথিতযশা গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থেকে আয়োজনকে আলোকিত করেছেন। অনুষ্ঠানটি পূর্ব ঘোষণা অনুযায়ী যথাযথ সময়ে শুরু হয়ে যায়। অনুষ্ঠানের শুরুতে জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলাা আবু জাফর বেগ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এরপর যথারীতি নিয়ম অনুযায়ী বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই কমিউনিটির সকলে একে একে মঞ্চে উঠে বারী মিডিয়া ও বাংলা পোস্ট পত্রিকাকে শুভেচ্ছা জানান। মঞ্চে উপস্থিত ছিলেন, শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, মঈন চৌধুরী, খলিলুর রহমান, তেরিপালাডিনি, মো এম মজুমদার, নাজমুল আহসান, এম এম শাহীন, প্রিন্স রায়হান, মশিউর রহমান, এবিএম মিজানুল হাসান, আতোয়ারুল আলম, জিল্লুর রহমান জিল্লুর, মো সাঈদ, রুহুল আমিন সরকার, নাসির আলী খান পল, রকি আরিয়ান, আলমগীর খান আলম, আহসান হাবীব, ফাহাদ সোলায়মান, জাকারিয়া মাসুদ জিকু, রানু নেওয়াজ, আশরাফ তালুকদার, ডা. ওয়াজেদ এ খান, ফখরুল আলমসহ আরও অনেকে।

এরপর মেয়রের উপস্থিতিতে বারী পরিবার, বারী গ্রুপ ও বারী মিডিয়ার সংক্ষেপে পরিচয় ও বৃত্তান্ত তুলে ধরা হয়। সেই সাথে ‘বাংলা পোস্ট’ পত্রিকার লক্ষ্য উদ্দেশ্য ও কাজের ক্ষেত্র সংক্ষেপে তুলে ধরা হয়। যেখানে কমিউনিটির সেবাকে প্রাধান্য দেয়া হয়েছে। বাংলা পোস্ট পত্রিকা আনন্দের সাথে নিউ ইয়র্কে প্রথম কোন বাংলা পত্রিকায় নারী সম্পাদক হিসেবে মুনমুন হাছিনা বারীকে বেছে নিয়েছে। বারী মিডিয়ার চেয়ারম্যান হিসাবে রয়েছেন আসেফ বারী টুটুল। তাছাড়া নিউইয়র্কের বাংলা গণমাধ্যম টেলিভিশন ও সাংবাদিকদের অভিভাবক কাজী শামসুল হক বাংলা পোস্টের উপদেষ্টা সম্পাদক হিসেবে আছেন। এছাড়াও পত্রিকায় ডিজিটাল সম্পাদক হিসেবে দায়িত্বে থাকবেন সায়েম শুভ, সাহিত্য সম্পাদক হিসেবে সাকিল সৈকত, বার্তা সম্পাদক হিসেবে আহমেদ জাবের চৌধুরী, ঢাকা ব্যুরো প্রধান হিসেবে কাজী রাহাত শামস।

নিউ ইয়র্কে বারী গ্রুপ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বারী মিডিয়ার উদ্যোগে কমিউনিউটি সেবার লক্ষ্যে ‘বাংলা পোস্ট’ পত্রিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। উদ্যোগটি কমিউনিটির সকলে আনন্দের সাথে গ্রহণ করে। বাংলা পোস্ট’ পত্রিকা কমিউনিটি সেবার পাশাপাশি সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের মনের ভাব প্রকাশে বদ্ধপরিকর থাকবে। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ‘বাংলা পোস্ট’ পত্রিকার শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

শেয়ার করুন