৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১১:৫২:৪৯ পূর্বাহ্ন


স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ জুলাই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৪
স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ জুলাই বক্তব্য রাখছেন সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন


অতিসম্প্রতি যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়ার নেতৃত্বাধীন কমিটির প্রথম সংবাদ সম্মেলন গত ১৫ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইটজি পার্টি হলে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্বে করেন মোহাম্মদ ইকবাল হোসেন এবং পরিচালনা ও লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান। সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি।

লিখিত বক্তব্যে সৈয়দ কিবরিয়া জামান বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৭ জুলাই শনিবার। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ১৯৯৪ সালের এই দিনে দলের সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে সংগঠনটি। ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগের যাত্রা শুরু হয়। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। তিনি বর্তমানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

বর্তমানে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন একেএম আফজালুর রহমান বাবু। প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের পাশে থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা রেখে আসছে। দেশে করোনা মহামারির সময় সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ায় সংগঠনটির নেতাকর্মীরা। 

তিনি আরো বলেন, আধুনিক, অসম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী। স্বেচ্ছাসেবক লীগ দেশের তরুণ ও যুব সমাজকে নিয়ে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবে অতন্দ্র প্রহরী হয়ে বিশ্বস্ত ভ্যানগার্ডের ন্যায়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, মেধাভিত্তিক সমাজ গঠনে তথা বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মী প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ডিজিটাল বাংলাদেশের রূপকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন। দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৩.৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং ৪ টায় আলোচনা সভা ও কেক কাটা হবে। যদি এখনো স্থান চূড়ান্ত করা হয়নি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওহিদুজ্জমান লিটন, সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল হোসেন রকিব, সাবেক সভাপতি নূরুজ্জামান সর্দার, সাবেক সাধারণ সম্পাদক স্লু দেব নাথ, সংগঠনের সহ-সভাপতি জাফর আহমেদ, গিয়াস উদ্দিন, মোহাম্মদ জাহিদ মিয়া, মোহাম্মদ মাহবুবুর রহমান, আ: হাদী রানা, মোহাম্মদ সাইফুল আলম, সাগর মোহাম্মদ সানু, নওশাদ হোসেন পবন, আশরাফ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল মিয়া, মোহাম্মদ ফখরুল আবেদীন আবেদ, আহমেদ নূর আবির, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ, বাসির আহমেদ, সহিদুল হক রাসেল, প্রচার সম্পাদক খন্দকার আবু হাসান কায়সার, দপ্তর সম্পাদক মাহফুজ সরদার, প্রকাশনা সম্পাদক অভি খান, ত্রাণ বিষয়ক সম্পাদক স্বপন তালুকদার, গণসংযোগ সম্পাদক কামরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আবু তাহের, উপ প্রচার সম্পাদক সাইফুর রহমান, সদস্য সোহেল রহমান, আতিক রহমান, আতিক রহমান, পলাশ রায়, শাখাওয়াত হোসেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

শেয়ার করুন