৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:০৯:২৯ পূর্বাহ্ন


গরিবানা সুরতে আ.লীগের প্লাটিনাম জয়ন্তী পালন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৬-২০২৪
গরিবানা সুরতে আ.লীগের প্লাটিনাম জয়ন্তী পালন বক্তব্য রাখছেন ড. সিদ্দিকুর রহমান


যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ স্পষ্টত দুই ভাগে বিভক্ত। অঙ্গসংগঠনগুলোর অবস্থাও তথৈবচ। এ দুই ভাগের মধ্যে এক ভাগের নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। অপর অংশের নেতৃত্বে রয়েছেন সহ-সভাপতি ফজলুর রহমান, ড. প্রদীপ রঞ্জন করসহ কার্যকরি কমিটির একটি অংশ। গত ২৩ জুন ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর। অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী। একপক্ষ দলের জন্মজয়ন্তী পালন করে গত ২২ জুন এবং অপর অংশ পালন করে ২৩ জুন। তবে দুটি অনুষ্ঠানেই ছিল সমন্বয়হীনতার অভাব এবং আাওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী এতো গরিবানা সুরতে পালন করা হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। দুটি অংশই যেন শুধু দায়িত্ব পালনের জন্য অনুষ্ঠান করেছে। হতশ্রী অনুষ্ঠান দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনেক নেতাকে ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দিয়েছেন। কিন্তু তারা এখন দলের প্রয়োজনেই অর্থ খরচ করতে চান না। তারা যদি আন্তরিক থাকতেন, তাহলে দলের প্লাটিনাম জয়ন্তী এভাবে রাস্তাঘাটে বা বেজমেন্টে করা হতো না। তারা আরো বলেন, দল এখন ক্ষমতায়, তাতেই এমন দুরবস্থা। ৭৫ বছর পূর্তি চাট্টিখানি কথা নয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যে দল নেতৃত্ব দিয়েছে সে দলের প্লাটিনাম জয়ন্তী কেন রাস্তাঘাটে বা বেজমেন্টে করা হবে? এটা হওয়া উচিত ছিল কোনো অভিজাত হোটেলের অডিটোরিয়ামে। অনুষ্ঠান হবে বর্ণাঢ্য, স্মরণীয় ও বরণীয়। কিন্তু এখন স্মরণীয় হয়ে থাকবে দলের প্লাটিনাম করা হয় রাস্তাঘাট ও বেজমেন্টে।

সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দলের প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠান গত ২৩ জুন বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান কতৃর্ক কমিটি পুনর্বিন্যাস ও পুনর্গঠনের পর প্রাণ ফিরে পেয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি। তার বহিঃপ্রকাশ ২৩ জুনের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে। ডাইভারসিটি প্লাজায় ট্রাকের ওপর স্থাপিত ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন সময়কালের নানা ইতিহাস। ইতিহাসের স্বাক্ষর মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, শামসুল হক, মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ, তাজউদ্দীন আহমদ ও শেখ হাসিনাসহ অনেক নেতানেত্রীর প্রতিচ্ছবি পর্দায় ভেসে উঠছিল। বেজে উঠছিল ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। ডাইভারসিটি প্লাজা ছিল আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীদের পদভারে মুখরিত। সবাই জন্মোৎসবের ব্যাজ পরে ও ফেস্টুন হাতে নিয়ে পথ শুভযাত্রায় শুভ শুভ জন্মদিন বলে স্লোগান দিচ্ছিলেন। কেক কেটে নিজ হাতে নেতাকর্মীদের হাতে তুলে দিচ্ছিলেন সভাপতি ড. সিদ্দিকুর রহমানের স্ত্রী সাহানা রহমান। মনিকা রায় চৌধুরীর নেতৃত্বে শিল্পীদের দেশাত্মবোধক গানগুলো সবার মন জয় করে। অনুষ্ঠানের শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিরিয়ানি বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নিউইয়র্কে ইতিহাস তৈরি করলো। প্রবাসে মানুষের উপস্থিতিতে সংগঠনের জন্মদিন উদযাপন এটাই প্রথম। এজন্য প্রবাসের নেতাকর্মীদের অসংখ্য ধন্যবাদ। অনেক বক্তা বলেন, ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সংগঠন উজ্জীবিত ও এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে এলে কিছু ঘুমন্ত নেতা নামধারী চক্রান্তকারী ষড়যন্ত্রে মেতে উঠেন। এবার তা হতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার সম্পাদক আব্দুল হামিদ। বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা: মাসুদুল হাসান, সামছুউদ্দীন আজাদ, লুৎফর করীম, কাজী কয়েস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রলেন, যুক্তরাষ্ট্র যুব লীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ, নিউইয়র্ক মহানগর আওযামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দীন, প্রবাসী কল্যাণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শরিফ কামরুল হিরা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী হোসেন গজনবী, উপদফতর সম্পাদক আব্দুল মালেক, যুক্তরাষ্ট্র আওযামী লীগের কার্ষকরি সদস্য সাহানারা রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধো সিরাজ উদ্দীন সরকার, আবুল কাসেম, বুদরুজ্জামান পান্না, সাইফুল আলম, এবাদুল হক, শাহ আল শফি আনসারী, মো. হারুন অর রশীদ, ফুয়াদ হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য গাজী ওয়াহিদুজ্জামান লিটন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি নেত্রী মমতাজ শাহনাজ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক গনেশ কীর্তনিয়া, যুবলীগ নেতা সেবুল মিয়া, যুবলীগ নেতা রহিমুজ্জামান সুমন, যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাসেবক নেতা গোলাম কিবরিয়া, ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা রায়হান মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শিতাংশু গুহ, মোহাম্মদ সাবু, নূরুল আফসার সেন্টু প্রমুখ।

শেয়ার করুন