৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৩২:৩৬ অপরাহ্ন


আনার হত্যাকাণ্ড নিয়ে শাহীন : আমাকে ফাঁসানো হচ্ছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৫-২০২৪
আনার হত্যাকাণ্ড নিয়ে শাহীন : আমাকে ফাঁসানো হচ্ছে আকতারুজ্জামান শাহীন


ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার নৃশংসভাবে কলকতায় হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর নতুন নতুন তথ্য সামনে আসছে। আনারকে হত্যার জন্য আরো দুইবার চেষ্টা করা হয়েছিল। ব্যর্থ হয়ে তিনবারের চেষ্টায় মিশন সফল হয়। আনার হত্যাকাণ্ডের মূলহোতা বলা হচ্ছে নিউইয়র্কের ব্রুকলিনে বসবাসকারী আকতারুজ্জামান শাহীনকে। গত ২৩ মে বৃহস্পতিবার আক্তারুজ্জামান শাহীন মিডিয়ার সঙ্গে কথা বলেন। তিনি মোবাইল ফোনে মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আক্তরুজ্জামান শাহীন বলেন, ‘আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমি জানতাম না, আর আমি ওখানে ছিলামও না। ইন্ডিয়াতে ছিলামও না। সো, আমি কারো সঙ্গে কথা বলবো না, আমার আইনজীবীরাও বলেছে কারো সঙ্গে কথা না বলতে। মানুষ বাংলাদেশে অনেক কথাই বলে। যদি তাদের কাছে প্রমাণ থাকে, তাদের দেখাতে বলেন।’ তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলামও না। আমার বাসায় আমার বন্ধু (আনোরুল আজীম আনার) আমার কাছে চাবি চাইছিল। সে আমার সঙ্গে গেছিল। কয়েকবার ট্রিটমেন্টের জন্য গেছে। তারপর একবার যখন বলেছি যে, বাংলাদেশ পুলিশ আমার সঙ্গে কথা-টতা বলছে যে, আমার বন্ধু রেসপন্ড (সাড়া) হচ্ছে না, তখন আমি চলে আসছি এ দেশে। চলে এসে তাদের (পুলিশ) সঙ্গে কথা বলেছি।’

বন্ধু খুনের বিষয়ে মাস্টারমাইন্ড বলার বিষয়ে আক্তারুজ্জামান শাহীন বলেন, ‘আমাকে বলা হচ্ছে মাস্টারমাইন্ড। তো তারা (পুলিশ) আমাকে বলেছে কারও সঙ্গে কথা না বলতে। বাংলাদেশ সরকার বা পুলিশের কাছে কোনো ডকুমেন্ট থাকলে তারা এখানে দেক। প্রমাণ হলে সেটা হবে। আমি এর বাইরে আর কথা বলতে চাচ্ছি না।’

কলকাতায় যে ফ্ল্যাটে হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেটির ভাড়া করার বিষয়ে তিনি বলেন, ‘আচ্ছা আমি যদি এখন ফ্ল্যাট ভাড়া নেই, আমি কি আমার ফ্ল্যাটে এই ধরনের কাজ করবো? আমার ফ্ল্যাটেই আমি করবো এটা? আপনাদের একটু সেন্স থাকা উচিত। আমি ফ্রেমড হইছি এবং এখানে আসছি। এই দেশে (মার্কিন যুক্তরাষ্ট্র) আইনের প্রটেকশন আছে এবং আমার ল’ইয়ার বলেছে ফোন দিয়েছে তাই ধরেছি। এখন রাত অনেক।’

শেয়ার করুন