১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০২:২৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বাংলাদেশ-শ্রীলঙ্কা টেষ্ট সিরিজ
চট্টগ্রামে প্রথম দিনেই দুশ্চিন্তা
বিশেষ প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৫-০৫-২০২২
চট্টগ্রামে প্রথম দিনেই দুশ্চিন্তা সেঞ্চুরীর পর ম্যাথুসকে চান্দিমালের অভিনন্দন/ছবি সংগৃহীত


চট্টগ্রাম টেষ্টের প্রথম দিনেই সফরকারী শ্রীলঙ্কা শঙ্কায় ফেলে দিয়েছে বাংলাদেশকে। টসে জেতা থেকে শুরু। দিন শেষেও তাদেরই জয়জয়কার। দিন শেষে চার উইকেট হারিয়ে রান সংগ্রহ করেছে ২৫৮। গড় ২.৮৬। সুচনা টেষ্টে সফরকারী এক দলের জন্য এ রান গোটা সিরিজে আত্ববিশ্বাস বাড়িয়ে দেয়ার মতই। শুধু এখানেই শেষ নয়, চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করতে নেমে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস দিন শেষে অপরাজিত ১১৪ রানে। ২১৩ বল মোকাবেলা করে ওই রান করেছেন তিনি। সাথে ক্রিজে রয়েছেন দিনেশ চান্দিমাল ৩৪ রান নিয়ে।

এ দুইয়ের মধ্যে স্বাভাবিকভাবেই দ্বায়িত্বপুর্ন ইনিংস ম্যাথুসের। প্রথম কুশল মেন্ডিসের সঙ্গে ৯২ রানের পার্টনারশীপের পর ডি সিলভার সঙ্গে ২৫ এরপর দিনেশ চান্দিমালের সাথে দিন শেষে ৭৫ রান সংগ্রহ  করে ক্রিজে। 

ইতিমধ্যে ম্যাচ শেষে ঘোষনাও দিয়েছে তারা যে প্রথম ইনিংসে তাদের টার্গেট ৫০০ রান। অবশ্য এ কথা বাড়িয়ে বলেনি মোটেও। প্রথম দিনে ৯০ ওভারে যদি চার উইকেট হারিয়ে আড়াইশ’র উপর হয়ে যায়। তাহলে চেনা-মানিয়ে নেয়া উইকেটে বাকী উইকেটুগলোতে কী আর আড়াইশ রান হবে না? তাছাড়া খুব তো তাড়া নেই। সবে প্রথম দিন। দ্বিতীয় দিনে আরামসে দেখেশুনে ব্যাটিং করলে সমস্যা কোথায়?

বাংলাদেশের দুশ্চিন্তাটাই বেশী। ব্যাটিং নিয়ে দুর্ভাবনা দক্ষিন আফ্রিকা থেকেই। খুবই বাজে অবস্থা। এখন বড় একটা স্কোর যদি তাড়া করতে হয়- তাহলে সেটাতে প্রেসার পরে যাবে। তাছাড়া উইকেটের চরিত্রটা বোঝা মুশকিল। কখনও চট্টগ্রামের উইকেট চতুর্থ দিন থেকে টার্ন হয়। শেষ দিনে ভয়াবহ অবস্থা। কখনও শেষের দিকে উইকেট আরো ব্যাটিং সহায়ক হয়ে ওঠে। এ উইকেটে শেষেরটাই হলেই এখন ভালো। তাতে টার্গেটে পৌছানো ইজি হবে। নতুবা সমস্যা। 

বাংলাদেশের বোলাররা সারাদিন বোলিং করেও সুবিধা করতে পারেনি। প্রথম সেসনে নাঈম হাসান যে দুই উইকেটের সফলতা। বাকী দুই সেসনে দুটি উইকেটের পতন মাত্র। তাইজুল,সাকিব চেষ্টা করেছেন। কিন্তু শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা ওসব মুখস্ত বোলিং পাত্তাই দেয়নি। শেষের দুই বোলার নিয়েছেন একটি করে উইকেট। তবে আজ টার্গেট হবে যত দ্রুত লঙ্কানদের আউট করে দেয়া যায়। সেটা পারবেন তারা কতটুকু, ওটাই দেখার বিষয়। 


শেয়ার করুন