১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০৪:২১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


আটলান্টিক সিটিতে খাদ্য সহায়তা তিন শতাধিক পরিবারকে
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৩
আটলান্টিক সিটিতে খাদ্য সহায়তা তিন শতাধিক পরিবারকে খাদ্য বিতরণ কর্মসূচিতে নেতৃবৃন্দ


নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ২০ নভেম্বর সোমবার পালিত হলো খাদ্য সহায়তা কর্মসূচি। সিটি হলের সামনের উন্মুক্ত প্রাঙ্গণে দুপুর একটা থেকে খাদ্য সহায়তা কার্যক্রমের আয়োজন করে আটলান্টিক সিটি নগর কর্তৃপক্ষ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি। ‘খাদ্য সহায়তা’ কর্মসূচির উদ্বোধন করেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল। এ সময় সিটি কাউন্সিল সভাপতি এ্যারন রেনডলফ, সহ-সভাপতি কলিম শাহবাজ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তা, বিএএসজে নেতৃবৃন্দসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আগামী ২৩ নভেম্বর বৃহস্পতিবার সমগ্র যুক্তরাষ্ট্রে ‘থ্যাংকস গিভিং ডে’ পালিত হবে। এই দিনটিকে উপলক্ষ করেই এই আয়োজন বলে জানা গেছে। খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় এসময় প্রায় তিন শতাধিক মানুষ টার্কিসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী গ্রহণ করেন। বাংলাদেশি আমেরিকানসহ আটলান্টিক সিটির অন্যান্য কমিউনিটির লোকজন খাদ্য সহায়তা গ্রহণ করায় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক। খাদ্য সহায়তা কার্যক্রমে অংশগ্রহণকারী বিভিন্ন কমিউনিটির লোকজন কমিউনিটির সেবায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার করুন