১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০১:৩৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


ঢাকায় ব্যাস্ততম সময় কাটাচ্ছেন রেনা বিটার
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২৩
ঢাকায় ব্যাস্ততম সময় কাটাচ্ছেন রেনা বিটার রিনা বিটার ঢাকায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলমের সাথে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন পিটার হাস/ছবি সংগৃহীত


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু করতে সহায়তার অংশ হিসেবে’ তথা বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গত ২২ সেপ্টেম্বর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দেয়। ওই ঘোষণার পর বাংলাদেশ সফরে এলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। রেনা বিটার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক সহকারী মন্ত্রী। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌছান তিনি। বাংলাদেশে তিনি সরকার ও দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।


তাঁর এই সফরে যুক্তরাষ্ট্র অভিমুখে বৈধ ভ্রমণ সংক্রান্ত কথা ভিসা, অভিবাসন এবং বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।
এছাড়াও রিনা বিটার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলমের সাথে বৈঠক করেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে। তার ঢাকায় অবস্থানকালীন সময় তিনি ব্যস্ততম সময় কাটাবেন বলে জানা গেছে।

শেয়ার করুন