১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০৪:৩২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


স্বনির্ভর অর্থনীতির রূপরেখা প্রণয়ন কারী
মুহিত ছিলেন সাদা মনের আলোকিত মানুষ
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ৩০-০৪-২০২২
মুহিত ছিলেন সাদা মনের আলোকিত মানুষ


সাদা মনের বিজ্ঞ আলোকিত মানুষ ছিলেন সদ্য প্রয়াত বাংলাদেশের প্রাক্তন অর্থমান্ত্রী। আমলা থেকে রাজনীতিবিদ আবুল মাল আব্দুল মুহিত। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অনেক অবদান আছে। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়নে নীরবে সরবে অনেক অবদান রেখেছেন। মহান এই দেশপ্রেমী মানুষটির মহাপ্রয়াণে আমি গভীরভাবে শোকাভিভূত। পবিত্র রমজান মাসের শেষ লগ্নে মৃত্যুবরণ করা এই দেশপ্রেমিক নিঃসন্দেহে মহান আল্লাহতালার বিশেষ অনুগ্রহ প্রাপ্ত। আমি করুনাময়ের কাছে তাঁর আত্বার শান্তি প্রদানের কামনা করছি। মহান আল্লাহতালা তাকে জান্নাতুল ফেরদৌস বরাদ্ধ করুন। 

সিলেটের একটি সভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণকারী মুহিত সাহেব ছিলেন ডাক সাইটে আমলা, কূটনীতিক। ছাত্র জীবনে বাম রাজনীতি করতেন। পাকিস্তান সুপেরিয়র সার্ভিসের অর্থনীতি কাদের অফিসার ছিলেন। ১৯৭১ মহান মুক্তিযুদ্ধের সূচনায় ছিলেন ওয়াশিংটন পাকিস্তান দূতাবাসে ইকোনমিক মিনিস্টার। যুদ্ধু শুরু হলে পদত্যাগ করে প্রবাসী সরকারের প্রতিনিধি  হিসাবে যুক্তরাষ্ট্রে ব্যাপক জনমত গড়ে তুলেন। স্বাধীনতার পর প্ল্যানিং কমিশন , বৈদেশিক সম্পদ বিভাগ সচিবের পদে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

সিলেটের কৃতি সন্তান এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন। আওয়ামী সরকারে দীর্ঘ দিন অর্থ মন্ত্রীর দায়িত্ব প্লান করেছেন। জাতীয় সংসদে একাধারে দীর্র্ঘদিন  বাজেট পেশ করেছেন। বিদেশ নির্ভর অর্থনীতি থেকে স্বনির্ভর অর্থনীতির রূপরেখা প্রণয়ন করেছেন তিনি। তবে কিছু কিছু বিষয়ে তার প্রচন্ড দ্বিমত থাকায় স্বেচ্ছায় চলে যেতে চেয়েছেন। কিন্ত প্রধানমন্ত্রী শ্রদ্ধাভরে তাকে ধরে রেখেছেন। কিন্ত বয়সের ভারে রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। 

লিখেছেন, কিছু সুলিকিহিতো রচনা মূলক গ্রন্থ। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী হারালেন আরো একজন অভিভাবক। করোনা আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠেছিলেন। অবশেষে বিধাতার ডাকে সাড়া দিয়ে দেশের ক্রান্তি লগ্নে চলে গেলেন পরপারে। জীবদ্দশায় দেখে গেছেন অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি। 

সম্পর্কে আমার বোন প্রয়াত মোস্তারী জামানের মামা শশুর মুহিত মামার সাথে আমার ঘনিষ্ট যোগাযোগ হয়েছিল সিলেট অঞ্চলে কিছু গ্যাস অবকাঠামো নির্মাণ কাজের সমস্যা সংকট নিরসনের জন্য। উনি সম্পৃক্ত থাকুন আর নাই থাকুন, অনেক সহায়তা করেছেন। অত্যন্ত সরল মনের সাদা মানুষটি সরাসরি কথা বলতেন। কোথাও কোনো গড়মিল দেখলে বলে উঠতেন ‘রাবিশ’। ।

ক্রমান্বয়ে বহুবছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর নিজে থেকে বয়সের কারণে রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন। তার স্থলে রাজনীতিতে  এসেছেন, তার অনুজ আব্দুল মোমেন যিনি এখন বিদেশ মন্ত্রী।

শেয়ার করুন