৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:১৭:২৯ অপরাহ্ন


জাময়াত ইসলামী বাংলাদেশের আমির গ্রেফতার
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ডা. শফিকুর রহমানকে : পুলিশ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-১২-২০২২
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ডা. শফিকুর রহমানকে :  পুলিশ


জাময়াত ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

 আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে আজ ভোরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে জানান আসাদুজ্জামান। সিটিটিসি প্রধান বলেন নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার সঙ্গে শফিকুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। একই অভিযোগে গত ৯ নভেম্বর সিলেট থেকে শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছিল। জামাতুল আনসার শারক্কীয়ার সিলেট অঞ্চলের সমন্বয়ক।


এর আগে ১ নভেম্বর ঢাকার যাত্রাবাড়ী থেকে সংগঠনটির তিন সদস্য গ্রেফতার করার পর অন্যদের ব্যাপারে তথ্য পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদ করে শফিকুর রহমান ও তার ছেলের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানান হয়। 


শেয়ার করুন