১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৯:২৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল জনজীবন বিপর্যস্ত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-১২-২০২৫
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল জনজীবন বিপর্যস্ত তুষারে বিধ্বস্ত জনপদ


নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারঝড়ের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। নির্ধারিত সময়েও ছাড়তে পারেনি অনেক ফ্লাইট। অন্যদিকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ২৬ ডিসেম্বর শুক্রবার এক দিনেই যুক্তরাষ্ট্রে ১ হাজার ৬০০ ফ্লাইট বাতিল হয়েছে। দেরি করে ছেড়েছে ৭ হাজার ৪০০ ফ্লাইট। জন এফ কেনেডি, নিউইয়র্ক লিবার্টি ও লা গার্ডিয়ার মতো বিমানবন্দরে তুষারঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। এ ছাড়া বোস্টন ও শিকাগো এবং কানাডার টরন্টোতেও তুষারঝড়ের প্রভাব পড়েছে।

স্থানীয় সময় গত ২৬ ডিসেম্বর শুক্রবার বিকেল চারটা থেকে ২৭ ডিসেম্বর বেলা ১টা পর্যন্ত তুষারঝড়ের সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর (এনডব্লিউএস)। এ সময় নিউইয়র্ক ও দক্ষিণ কনেকটিকাটে ৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের রেকর্ড করা হয়েছে।

বেসরকারি জেট-ব্লু এয়ারওয়েজ ২২৯টি ফ্লাইট বাতিল করেছে। ডেলটা এয়ারলাইনসের বাতিল হয়েছে ২৪১টি ফ্লাইট। রিপাবলিক এয়ারওয়েজ এবং সাউথওয়েস্ট এয়ারলাইনস যথাক্রমে ১৮০ ও ১৫১টি ফ্লাইট বাতিল করেছে। এ ছায়া আমেরিকান এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারলাইনসের প্রায় ১০০টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ভ্রমণকারীদের ফ্ল্যাইটের সময়সূচি জানার জন্য এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। সবচেয়ে ভারী তুষারপাত হয় সময় সন্ধ্যা ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত। বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে চালকদের সতর্ক করা হয়। জরুরি সরঞ্জামের কিট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয় তাদের।

নিউইয়র্কের গভর্নর কেথি হোচুল সবাইকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেয় হয়। তিনি বলেছেন, এরপরও যদি ভ্রমণ করতে হয়, ‘তাহলে আগে থেকে পরিকল্পনা করুন, ধীরে যান এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য পর্যাপ্ত সময় রাখুন।’

শেয়ার করুন