১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৩১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


গভর্নর হোচুল কোভিড-১৯ টিকার এক্সিকিউটিভ অর্ডার বাড়ালেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২৫
গভর্নর হোচুল কোভিড-১৯ টিকার এক্সিকিউটিভ অর্ডার বাড়ালেন কোভিড-১৯ টিকা


ফেডারেল সরকারের দেরি এবং নির্দেশনার অভাবে নিউইয়র্কের জনগণ ২০২৫-২৬ সালের হালনাগাদ কোভিড-১৯ টিকা পেতে বিলম্বের মুখে পড়তে পারেন। এই পরিস্থিতিতে নিউইয়র্ক স্টেট গভর্নমেন্ট সক্রিয় হয়ে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল একটি এক্সিকিউটিভ অর্ডার বাড়িয়ে ফার্মাসিস্টদের প্রেসক্রিপশন ছাড়াই কোভিড-১৯ টিকা দেওয়ার অনুমতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। গত ৫ অক্টোবর রবিবার এই এক্সিকিউটিভ অর্ডার পুনর্নবীকৃত হয়েছে। এর মাধ্যমে ফেডারেল সরকারের বিলম্বিত টিকা বিতরণ, বিশেষ করে শিশুদের জন্য হালনাগাদ কোভিড-১৯ টিকার ক্ষেত্রে সৃষ্ট বিভ্রান্তি এবং উদ্বেগের মধ্যে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন এখনো ভ্যাকসিনস ফর চিলড্রেন প্রোগ্রামের মাধ্যমে টিকা অর্ডার অনুমোদন না করায়, হোচুল ফেডারেল কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। এ সময় তার প্রশাসন বিকল্প পথ খুঁজছে, যাতে বীমাহীন শিশুরাও টিকা পেতে পারে।

গভর্নর হোচুল এক বিবৃতিতে বলেন, ওয়াশিংটন যতই বিজ্ঞানবিরোধী সিদ্ধান্ত নিক, আমি সব সময় নিশ্চিত করবো যে, নিউইয়র্কের মানুষদের কাছে কোনো ব্যতিক্রম ছাড়াই টিকা এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পৌঁছে। প্রয়োজনে আমি এই এক্সিকিউটিভ অর্ডার যতবার প্রয়োজন পুনর্নবীকরণ করবো। আমরা সর্বদা বিজ্ঞানকে রাজনীতির উপরে অগ্রাধিকার দেব। ফেডারেল সরকার যখন ভ্যাকসিনস ফর চিলড্রেন প্রোগ্রামে কোভিড-১৯ টিকা অন্তর্ভুক্ত করতে দেরি করছে, তখন রাজ্য তার জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য সক্রিয় পদক্ষেপ নিচ্ছে। ভ্যাকসিনস ফর চিলড্রেন প্রোগ্রাম শিশুদের জন্য বিনামূল্যে টিকা সরবরাহ করে, কিন্তু ফেডারেল দিক থেকে স্পষ্ট নির্দেশিকা ও অর্থের অভাবে নবীন কোভিড টিকার সরবরাহে বিলম্ব ঘটছে। হোচুল বলেন, আমি সব সময় নিশ্চিত করব যে, নিউইয়র্কের মানুষদের কাছে প্রয়োজনীয় টিকা ও তথ্য পৌঁছে, যাতে পরিবারগুলো তাদের স্বাস্থ্যসেবার সিদ্ধান্ত নিতে পারে- কোনো ব্যতিক্রম ছাড়াই। তিনি আরো উল্লেখ করেন, প্রয়োজনে এ এক্সিকিউটিভ অর্ডার পুনর্নবীকরণ করা হবে, বিজ্ঞানকে রাজনীতির উপর অগ্রাধিকার দেওয়ার লক্ষ্য নিয়ে।

এ অর্ডারের মাধ্যমে স্টেট গভর্নমেন্ট দীর্ঘমেয়াদি আইন প্রণয়নের জন্য পথপ্রদর্শকও স্থাপন করছে, যাতে ভবিষ্যতে নিউইয়র্কে টিকার সহজলভ্যতা বজায় থাকে। এক্সিকিউটিভ অর্ডার কার্যকর হওয়ার আগে ফেডারেল নির্দেশনার অভাবে নিউইয়র্কের ফার্মাসিস্টদের টিকা প্রদানে সীমাবদ্ধতা ছিল। এখন ফেডারেল সরকারের শাটডাউনের কারণে ভবিষ্যতে নির্দেশনা আরো বিলম্বিত হতে পারে।

অন্যান্য স্টেট ও অনুরূপ পদক্ষেপ গ্রহণ করেছে। পেনসিলভানিয়ার গভর্নর জোশ শ্যাপিরো সম্প্রতি একটি এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করেছেন, যা নাগরিকদের টিকা গ্রহণে সুরক্ষা প্রদান করছে। ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তারা, বিশেষ করে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র, ট্রাম্প প্রশাসন থেকে বড় ধরনের টিকার কার্যকারিতা নিয়ে প্রকাশ্যভাবে প্রশ্ন তুলেছেন। হোয়াইট হাউস এখনো এ বিষয়ে মন্তব্য করেনি।

শেয়ার করুন