৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৩২:১৭ অপরাহ্ন


ট্রাম্পের ক্ষমতা নিয়ে বড় পরীক্ষা সুপ্রিম কোর্টে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৫
ট্রাম্পের ক্ষমতা নিয়ে বড় পরীক্ষা সুপ্রিম কোর্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


নিজের নির্বাহী ক্ষমতা ক্রমেই বাড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়ে ফেডারেল রিজার্ভ গভর্নরকে বরখাস্ত, বিদেশি সহায়তা আটকে রাখা এবং সামগ্রিক আমদানির ওপর নতুন শুল্ক বসানোর মতো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর প্রশাসনের এসব সিদ্ধান্ত তাঁকে একের পর এক আইনি লড়াইয়ে ঠেলে দিয়েছে। ফলে দেশটির সুপ্রিম কোর্টের সামনে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ক্ষমতার সীমা নির্ধারণ। 

গত সপ্তাহে ১১১ বছরের ইতিহাসে প্রথমবার ফেডারেল রিজার্ভের কোনো গভর্নরকে বরখাস্ত করেন ট্রাম্প। তাঁর অভিযোগ, ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক মনোনয়ন পাওয়ার আগে বন্ধক-সংক্রান্ত কাগজে ভুয়া তথ্য দিয়েছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে কুক বলেছেন, তাঁকে সরানো অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কুকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৯ আগস্ট শুক্রবার আদালতে এ বিষয়ে শুনানি হলেও এখনও কোনো রায় আসেনি।

যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিষয়ে ট্রাম্পের নেওয়া আরেক পদক্ষেপ নাড়িয়ে দিয়েছে বিশ্বকে। যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্কের পাশাপাশি কানাডা, মেক্সিকো, ভারত ও চীনের পণ্যে অতিরিক্ত কর বসিয়েছেন তিনি। তাঁর এ সিদ্ধান্তেও ভেটো দিয়েছেন ফেডারেল আপিল আদালত।

গত সপ্তাহে এ সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে ফেডারেল আপিল আদালত জানান, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট এককভাবে কর আরোপ করতে পারেন না। তবে রায়ের প্রতিক্রিয়ায় ৩১ আগস্ট রোববার ট্রাম্প বলেন, তিনি এ রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবেন। আদালতের সিদ্ধান্তকে ‘র‍্যাডিকাল লেফটের ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে ট্রাম্প দাবি করেন, শুল্ক ছাড়া যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে’। জটিলতা তৈরি হয়েছে বিদেশি সহায়তা নিয়েও। 

শেয়ার করুন