নায়াগ্রা ফসলে ফোবানার সফল সম্মেলন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 03-09-2025

নায়াগ্রা ফসলে ফোবানার সফল সম্মেলন

লেবার ডে উকেন্ড ঘিরে বিগত বছরগুলোর মতো এবারো নানা আয়োজনে বিভক্ত বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর তিনটি সম্মেলন অনুষ্ঠিত হলো উত্তর আমেরিকার তিন রাজ্যে। গত ২৯, ৩০ ও ৩১ আগষ্ট অনুষ্ঠিত এবারের সম্মেলন ছিল ৩৯তম ফোবানা কনভেনশন। এই তিনটি সম্মেলনের একটি সম্মেলন হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের নায়াগ্রা ফলসে, অপরটি হয় জর্জিয়া রাজ্যের আটলান্টায়। আরেকটি হলো কানাডার মনট্রিয়লে। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৯ আগস্ট ফোবানা সম্মেলন তিনটি শুরু হয়। বিগত বছরগুলোর মতো এবছরের সম্মেলনগুলোতে সেমিনার, আলোচনা, কাব্য জলসা, মেলা প্রভৃতি থাকলেও তবে মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে। এছাড়াও সম্মেলনগুলোতে ছিল তথা কথিত ‘কমিউনিটির কল্যাণে ভালো কাজের স্বীকৃতি’ স্বরূপ ‘অ্যাওয়ার্ড/প্ল্যাক’ প্রদান পর্ব। সম্মেলনগুলোর অনুষ্ঠানগুলোতে মূলধারার রাজনীতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ৩১ আগস্ট রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভক্ত তিনটি সম্মেলনের সমাপ্তি ঘটে। 

এদিকে বিভক্ত ফোবানার তিনটি সম্মেলনের স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী বছরও পৃথক তিনটি স্থানে ৪০তম ফোবানা সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আটলান্টা সম্মেলন থেকে আগামী বছরের (২০২৬) সম্মেলন ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে এবং ২০২৭ সালের সম্মেলনের জন্য টেক্সাসের হিউস্টন আর মন্ট্রিয়ল সম্মেলন থেকে আগামী সম্মেলন (২০২৬) ফ্লোরিডায় হবে বলে ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে নায়াগ্রা ফলস সম্মেলনের স্টিয়ারিং কমিটির সভায় নতুন কমিটি (আংশিক) গঠন করা হলেও আগামী বছর সম্মেলনের নতুন ভেন্যু কোথায় হবে বা আয়োজক সংগঠন হবে কোন সংগঠন সে ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। ২০২৬ সালের ফোবানা সম্মেলনের ভেন্যুর বিষয়ে নতুন কমিটি পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে। নায়াগ্রায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা কনভেনশনের স্টিয়ারিং কমিটির সভায় আগামী ২০২৬-২০২৭ সালের জন্য গিয়াস আহমেদ চেয়ারম্যান, ফিরোজ আহমেদ এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি, কাজী সাখাওয়াত হোসেন আজম সিনিয়র ভাইস চেয়ারম্যান, শাহাব উদ্দিন সাগর জয়েন্ট এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি এবং ওয়াহিদ কাজী এলিন ট্রেজারার নির্বাচিত হয়েছেন। স্টিয়ারিং কমিটির প্রথম সদস্য পদাধিকার বলে সদ্য বিদায়ী চেয়ারম্যান শাহ নেওয়াজ। নতুন কমিটির নির্বাচিত ছয় জন এবং তিনজন সাবেক চেয়ারম্যান যথাক্রমে-মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম, ডা. মাসুদুর রহমান ও সদ্য বিদায়ী চেয়ারম্যান শাহ নেওয়াজ মিলে পূর্ণাঙ্গ স্টিয়ারিং কমিটি গঠন এবং পরবর্তী কনভেনশনের স্থান পরে ঘোষণা করবেন।

নায়াগ্রা ফোবানা কনভেনশন 

নায়াগ্রা ৩৯তম ফোবানা কনভেনশনে তিল ধারণের ঠাঁই ছিল না। প্রথমবারের মতো নায়াগ্রা ফলসের ফোবানা নিয়ে অনেক সংশয় ছিল। শেষ পর্যন্ত সেই সংশয় দূর হয়েছে। নিউইয়র্কের নায়াগ্রা ফলসে শেরাটন হোটেলের কনফারেন্স সেন্টারে ফোবানায় ছিল মানুষের উপচেপড়া ভিড়। শত শত মানুষকে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সম্মেলনকে স্মরণীয় করে রাখে। গত ২৯ আগস্ট সম্মেলনের উদ্বোধন হলেও শনিবার ছিল ফোবানার পিক সেশন। পুরো নায়াগ্রা ফলস এলাকা বাংলাদেশিদের উৎসবের আবরণে ছেঁয়ে যায়। সম্মেলনের প্রধান আর্কষণ ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। সংগীতে ছিলেন আসিফ আকবর। দ্বিতীয় অনুষ্ঠান উদ্বোধন করেন নায়াগ্রা ফলস সিটির মেয়র রবার্ট রেস্টাইনো। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত অধাপক ড. সলিমুল্লাহ খান। এ সম্মেলনে বক্তব্য দিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান গিয়াস আহমেদ, চেয়ারম্যান কাজী আজম, আলী ইমাম মজুমদার, ড. আবু জোবায়ের দারা, মঈনুল হক চৌধুরী, ফিরোজ আলম, তারেক হাসান খান, নিশান রহিম ও সাহাবুদ্দিন সাগর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ। সঞ্চালনায় দায়িত্বে ছিলেন সোনিয়া।

প্রধান অতিথি ড. সলিমুল্লাহ খান বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা নিঃশর্তভাবে সর্মথন দিয়েছে। আজকের বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে তাদের এগিয়ে আসতে হবে। নইলে ৩৬ জুলাইয়ের অর্জন হারিয়ে যাবে। শত বছর পিছিয়ে যাবে প্রিয় মাতৃভূমি। তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান শেষে ফোবানা সম্মেলনের পর্দা নাম রোববার ৩১ আগস্ট। এই সম্মেলনকে ঘিরে বিশ্বের ৭ম আশ্চর্যের নায়াগ্রা ফলসের শহর উৎসবে পরিণত হয়েছে। দখল করে নিয়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশিরা। উৎসবের আমেজে সেজেছে সম্মেলনস্থল শেরাটন হোটেলের কনভেনশন সেন্টার।

সংগীত পরিবেশন আসিফ আকবর, প্রীতম, রানো নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ, রেশমী মির্জা, বকুল ও সুমন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)