প্রবাসী পাবনা অব ইউএসএ’র জমজমাট বনভোজন অনুষ্ঠিত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 20-08-2025

প্রবাসী পাবনা অব ইউএসএ’র জমজমাট বনভোজন অনুষ্ঠিত

উৎসবমুখর আমেজে অনুষ্ঠিত হয়ে গেলো যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক পিকনিক প্রবাসী পাবনা অব ইউএসএ এর বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা। নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে গত ১৬ আগস্ট শনিবার পাবনাবাসীর মিলন মেলা বা জমজমাট বনভোজন অনুষ্ঠিত হয়। পাবনার প্রবাসীরা স্বপরিবারে অংশগ্রহণ করে বনভোজনকে পরিণত করেছিলেন তাদের মিলনমেলায়।

অংশগ্রহণকারি সকলেই পুরো দিন ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন। আর চমৎকার আবহাওয়ায় অনুষ্ঠিত এ আয়োজনকে প্রাণবন্ত করে রাখে আকর্ষণীয় ছোটদের খেলাধূলা ও হরেক রকম খাওয়া দাওয়ার মধ্যমে। খাবার ছিলো খুবই সুস্বাদু।

নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে এদিন সকালে বাস ও প্রাইভেট কার যোগে বিপুলসংখ্যক প্রবাসী পাবনাবাসী এবং অতিথিবৃন্দ পিকনিক স্পটে উপস্থিত হন। বেলা ১১টায় সংগঠনের কর্মকর্তা ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বনভোজনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর পরই অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয় এবং পরে বিভিন্ন সুস্বাদ খাবার পরিবেশন করা হয়। এরপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন উৎসব শেষ হয়।

প্রবাসী পাবনা অব ইউএসএ এর পিকনিক কমিটির আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব, মো: মনিরুল ইসলাম (মনির), ও পিকনিক কমিটির পরিচালনায় বনভোজন অনুষ্ঠিত হয়। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং যার আহ্বানে সবাই একত্রিত হন, তিনি হলেন হাজী আব্দুল আউয়াল। প্রবাসী পাবনাবাসী, প্রধান অতিথি মোঃ আব্দুল কাদের মিয়া, বিশেষ অতিথি আমিনুল ইসলাম মিঠু, বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান ও অন্যান্য কর্মকর্তা, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনকের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ ও অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন জেলা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিসহ অন্যান্যের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন মির্জা রফিকুল ইসলাম, আব্দুল আলিম খান আকাশ, এ‍্যাডঃ মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, এটিএম সালাউদ্দিন, সাজ্জাত প্রামাণিক বাচ্চু, স্বপন মিয়ান, মোয়াজ্জম হোসেন, এসএম রাজু আলিম, ফজলুর রহমান, রেজাউল হক রেজা, কুতুব উদ্দিন আইবেক, জামাল উদ্দিন, মোঃ কামরুল ইসলাম, মো: আলমগীর হোসেন, মো: আরিফুর রহমান, শাহিন আলম, নাজমুল হোসেন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, নাবিল আহম্মেদ, জাহিদুল ইসলাম রাজু, ইমরান হোসেন, হিরক আহম্মেদ, হাফিজুর রহমান, ফরিদুল ইসলাম, ওয়ালিদ হোসেন, আব্দুল রশিদ, জাহিদুল ইসলাম, জাহিদ, সোহানুর রহমান স্বপন, অলিভার, সাইফুল, সোহেল, রোহান, মোঃ আলী, মোঃ খান প্রমুখ।

বক্তারা উৎসবমুখর আনন্দঘন চমৎকার একটি বনভোজন অনুষ্ঠান উপহার দেয়ার জন্য প্রবাসী পাবনা অব ইউএসএ এর আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জানান। অন্যদিকে স্পন্সর এবং বিশেষ করে আন্তরিকভাবে সহযোগীতা করেছেন, তাদেরকে ধন্যাবাদ জানান প্রবাসী পাবনা অব ইউএসএ পিকনিক কমিটির, আহবায়ক ও সদস্য সচিব।

বনভোজন কমিটির আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব মোঃ মনিরুল ইসলাম (মনির) প্রবাসী পাবনাবাসীর এরকম সকল ভালো কাজের উদ্যোগের জন‍্য সবাইকে এগিয়ে আসতে সকলের পরামর্শ কামনা করেন। প্রবাসী পাবনাবাসীকে ঐক্যবদ্ধ রাখতে সকলের আন্তরিক সহযোগিতা চান। পরিশেষে বনভোজনে যোগদানের জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)