কানাঘুষার শেষ নেই। জোর গলায় প্রচার পাচ্ছে জাতি এখন নির্বাচনী ট্রেনে। কেননা সর্বশেষ চলতি মাসের ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে এক ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিষয়টি নিশ্চিতও করেছেন। ওইদিনের ভাষণের মধ্য দিয়ে সবাইকে নির্বাচনের মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। দৃঢ়তার সাথে বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন। কিন্তু তারপরেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠত সময়মত হবে কি-না নিয়ে সন্দেহের শেষ নেই।
কেনো ৫ আগস্ট রাতে ভাষণ দিলেন?
জানা গেছে, জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের আগে দিতে হবে। এমন জল্পনা কল্পনাও ছিল যে, এটি হয়তবা আরও পরে দেয়া হবে, আদৌ হচ্ছে কি-না তার নিশ্চয়তা নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকারের ওপর একটা স্নায়ু চাপ ছিল জুলাই ঘোষণাপত্র না আসলে ছাত্ররা কোনো কিছুই মানবে না। আর মাঠে স্পস্টই আওয়াজ পাওয়া যাচ্ছিল যে, জুলাই সনদ পিছিয়ে যাচ্ছে। বিশেষ করে বিএনপি’র কারণে এটি যথাসময়ে হচ্ছে না। কিন্তু শেষ মেষ ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করা হলে পরিস্থিতি একধরনের ইতিবাচক দিকে মোড় নেয়। বিশেষ করে এনসিপি’র শীর্ষ নেতা নাহিদ ইসলাম সেসময়ে একে স্বাগতও জানান। আর এমনটাও চেয়েছিলেন প্রধান উপদেষ্টা। তিনিও চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করলে তার তোড়ে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যায়। তখন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে বসে প্রধান উপদেষ্টা চেয়েছেন যে একটি ঘোষণাপত্র তৈরি হোক। ফলে এটি হওয়ার পর বিএনপিসহ বেশ কয়েকটি দলও অভিনন্দন জানায়। যদিও এনসিপির একটি শক্ত অংশ অভিমান করে জুলাই ঘোষণার দিন ঢাকায় না থেকে সাগর পাড়ে ভাবতে গিয়েছিলেন বলে গণমাধ্যমের খবরে বের হয়। কিন্তু এনিয়ে এখনো নানান ধরনের সন্দেহের ডালপালা মেলে আছে। তবে ঘোষণা পত্রকে ইতিবাচক নিয়ে ওইদিন রাতে প্রধান উপদেষ্টা জাতী উদ্দেশ্যে ভাষণ দিয়ে মাঠের রাজনৈতিক দলকে একটি আশ্বস্ত বার্তা দেন। এদিকে রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনী ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপি’তে স্বস্তি দেখা যায়। বলা হয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র এবং জাতির উদ্দেশে ভাষণে ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। কিন্তু একথাও ঠিক যে জুলাই ঘোষণাপত্রকে জনগণের সঙ্গে প্রতারণামূলক প্রহসন উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন গণঅভ্যুত্থানের ৬০ ছাত্রনেতা। এক যৌথ বিবৃতিতে এ ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করেন তারা।
জামায়াত হতাশ, নতুন কর্মসূচিতে নিয়ে মাঠে
এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আমি মনে করি, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটার তেমন কোনো প্রতিফলন হয়নি। একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখেছি। এদিকে ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে ১২ আগস্ট (মঙ্গলবার) বিক্ষোভ সমাবেশ করার কর্মসূচি দিয়েছিল জামায়াতে ইসলামী। পরে আরেক বিজ্ঞপ্তিতে ১২ আগস্টের পরিবর্তে কর্মসূচিটি আগামী ১৩ আগস্ট (বুধবার) একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে দলটি।
তাহলে কি নির্বাচন বানচাল হচ্ছে?
‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি নিয়ে জামায়াতে ইসলামীর মাঠে নামা অনেকের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে। কারো কারো মতে, দীর্ঘ মেয়াদী সংস্কারের আগে নির্বাচন নয় এমন দাবিতে মাঠ ঘোলা করতে না পেরে ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দলটি মাঠ দখল নিতে চায়। এবং নির্বাচনকে অনিশ্চিত করে ফেলতে চায়। কারো কারো আশঙ্কা জুলাই ঘোষণাপত্র পাঠের ওই দিনে অর্থাৎ ৫ আগস্টের রাতে কি এজন্যই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার দেয়া ভাষণের একটি অংশে বলেছিলেন, ‘একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়’। এজন্য কি প্রধান উপদেষ্টার আশঙ্কার কয়েকদিন পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ মন্তব্য করেন নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গন্ডগোল হবে। তিনি জাতীয় নির্বাচন বানচালে দেশে অনেক গন্ডগোলের আশঙ্কাও করেন। অন্যদিকে বিএনপি’র আরেক নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র যারা করছেন, তাদের নাম জনসম্মুখে প্রকাশ করুন।
কেনো নির্বাচন নিয়ে অনিশ্চিয়তা
খোঁজ নিয়ে জানা গেছে, মাঠে হাতে গোনা কয়েকটি রাজনৈতিক দল মনে করে এতো দ্রুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেলে তাদের জন্য রাজনৈতিক ক্ষতি। তারা শুরুতেই বেশ কয়েকটি ফর্মূলা নিয়ে এগুতে চেয়েছিল। প্রথমে জাতীয় সরকার। ধারণা ছিল জাতীয় সরকার গঠন করা গেলে তারা ধীরে ধীরে প্রশাসনে শক্ত অবস্থান নিয়ে নেবে। কারণ তাদের অনেক নেতাকর্মী পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের সহায়তায় প্রশাসনের বিভিন্ন স্তরে চাকরি নিয়ে নেয়। এখন অবস্থার পরিবর্তনে দেনদরবার করে এসব আস্থাভাজন কর্মকর্তা কর্মচারিদের জায়গা মতা আসীন করে তারপরে নির্বাচন দিলে তাতে কিছুটা ফল পাওয়া যেতে পারে। কিন্তু বিএনপিসহ আরও কয়েকটি দলের শক্ত অবস্থান থেকে এধরনের গোপন মতলব নিয়ে জাতীয় সরকার গঠন করা নিয়ে দ্বিমত পোষণ করা হয়। ফলে ওই রাজনৈতিক দলটির জাতীয় সরকার গঠন করার চক্রান্ত বাতিল হয়ে যায়। এরপর শুরু করে তারা দীর্ঘমেয়াদী সংস্কারের নামে প্রশাসন দখলের। যেভাবে অতীতে প্রশাসনকে কবজা করে আওয়ামী লীগের শাসনামলকে দীর্ঘমেয়াদী করেছিল। কিন্তু জানা গেছে বর্তমানে বিষয়টি জানাজানি হয়ে গেছে এতেও বিপত্ত বাধে। প্রশাসনকে কুক্ষিগত করা থেকে ব্যর্থ হয়ে দলটি এখন শুরু করেছে ভোটের অনুপাত (পিআর) পদ্ধতিতে নির্বাচন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এতে দলটি হালে পানি পায়নি বা শক্ত ভিত পাচ্ছে না। তবে সম্প্রতি ওই রাজনৈতিক দলের সাংগঠনিক বিষয় নিয়ে একটি গোপন গবেষণার খবর পাওয়া গেছে। এতে তারা দেখেছে অতি সুন্দরভাবে একটি নির্বাচন হলেও দলটি ২০টি বেশি আসনে জয়ী হতে পারবে না। আর এজন্য নতুন ফর্দ নিয়ে তারা মাঠে নেমে নির্বাচন বানচালসহ দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করে ফেলতে পরিকল্পনা নিয়েছে। আর একাজে কোমলমতি শিক্ষার্থীদের মাঠে নামাতে তারা এবার নির্বাচনের আগে সংস্কার কার্যকরের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলেছে। এর পাশাপাশি ভোটের অনুপাত (পিআর) পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ডসহ কয়েকটি দফা নিয়ে মাঠে নেমেছে তারা।
কূটনীতিকদের তৎপরাতেও দলটি বিব্রত
এদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তরুণ নেতারা। ১১ আগস্ট সোমবার বিকেলে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে প্রতিনিধিদলের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির পক্ষ থেকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর কয়েকদিন আগে জুলাই ঘোষণা পত্র উপস্থাপনের পরের দিনই খোদ লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। চলতি বছরের গত জুলাই মাসের ২য় সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশে ঐ রাজনৈতিক দলকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। আর এসব কারণ মিলিয়ে কারো কারো আশঙ্কা সামনের দিনে সার্বিক অবস্থা ঘোলাটে করে নির্বাচন আরও পিছিয়ে নেয়াসহ এমনকি ভিন্ন প্রেক্ষাপট তৈরি করে ফেলার পরিস্থিতি তৈরিতে তৎপর হতে পারে। এদিকে নির্বাচন নিয়ে শংকার মাঝে বিস্ফোরক মন্তব্য ছুঁড়ে দিলেন জাতীয় নাগরিক পাটি(এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। কিন্তু আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে না। এখন দেখা যাক আসলেই সামনের দিনগুলি কোন দিকে যায়।