জুলাই অভ্যুত্থনের স্মরণে বিএনপি দক্ষিণের র‌্যালি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 06-08-2025

জুলাই অভ্যুত্থনের স্মরণে বিএনপি দক্ষিণের র‌্যালি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক সমাবেশ ও র‍্যালির আয়োজন করা হয়েছে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গত ৪ আগস্ট সোমবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বহির্বিশ্ব বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। সমাবেশে আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, নাছির উদ্দিন, কামাল উদ্দিন দিপু, ব্রুকলিন বিএনপির আহ্বায়ক গোলাম মাহমুদ, সদস্য সচিব মিজানুর রহমান মানিক এবং মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য ফারদিন রনি। সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক মিশন, সাবেক যুগ্ম সদস্য সচিব ছাইদুর খান ডিউক, সাবেক সদস্য মোঃ আব্বাস উদ্দিন, মিজানুর রহমান মিজান, নুরুল হুদা, জামালপুর রহমান চৌধুরীসহ হাসান মাহমুদ, মনিরুল ইসলাম মনির, মোঃ অহেদুজ্জামান নিলু, রাশেদ মিয়া, মোঃ আক্তারুজ্জামান, তোফাজ্জল রহমান, মোঃ সোহেল রানা ইমন, নুরে আলম চৌধুরী, মো: নাজমুল , মোঃ আমিনুল ইসলাম মিঠু , এস এম লুৎফর, চৌধুরী সিদ্দিক, আবু বকর, ইকবাল হোসাইন, শেখ উজ্জ্বল, জাহাঙ্গীর আলম অপু, মোঃ তারেক, মোঃ ওসমান গনি, মোঃ আরিফুল, ব্রুকলিন বিএনপি নেতা হুমায়ুন কবির, মোঃ বাহার, গোলাম কাদের, মোঃ মাহরুফ, শাফিয়াল ফামিন, মোঃ কামাল সহ আরো অনেকে।

আনোয়ার হোসেন খোকন বলেন, ফ্যাসিবাদ কখনো কোন দেশে সফল হতে পারেনি এবং পারবেও না। কোন কোন সময় তাদের পতনের সময়টা দীর্ঘায়িত হয়। এই ১৫ বৎসর দীর্ঘ টানা আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি পরিক্ষিত কর্মী রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে- খুন , জেল জুলুম, অত্যাচার সহ্য করে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের মুক্ত পরিবেশ সৃষ্টি করেছে । এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কারীদের ষড়যন্ত্র থেমে নেই । তাই অত্যন্ত ধৈর্য্য সহকারে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা কর্মীকে ভ‍্যানগাডের ভূমিকা পালন করতে হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)