যুক্তরাষ্ট্র সফররত কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূইয়ার সাথে প্রবাসী দাউদকান্দি ও তিতাসবাসীর এক মতবিনিময় সভা ২৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির হিলসাইডে ‘মেজ্জান রেস্টুরেন্টে’ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি এবং সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মাঈনুদ্দিন। প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক সহ সভাপতি এমদাদুল হক কামাল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন (ভিপি), সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আজাদ এবং ড. মোশারফ ফাউন্ডেশনের সভাপতি আলামিন সুমন।
আলোচনায় আরো অংশ নেন যুক্তরাষ্ট্র শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রহুল আমিন, শাহরিয়ার চৌধুরী, নিউইয়র্ক মহানগর (উত্তর) বি এন পির নির্বাচন কমিশনার এ আর মাহবুবুল হক, বিজয় কৃষ্ণ সাহা, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমি, দেওয়ান আব্দুস সাত্তার, মাযহারুল ইসলাম, গোলাম মোস্তফা, সেহরাজ চৌধুরী বিদুৎ, নজরুল ইসলাম, জামাল হোসেন, রেজা কিবরিয়া, রহুল কুদ্দুস। ঢাকা থেকে টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেন। বক্তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করে বলেন যে, সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। এ লক্ষ্যে প্রবাস থেকে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়।
সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।