স্টেট বিএনপির প্রতিবাদ র‌্যালি দোয়ায় রূপান্তরিত হলো


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 23-07-2025

স্টেট বিএনপির প্রতিবাদ র‌্যালি দোয়ায় রূপান্তরিত হলো

নিউইয়র্ক স্টেট বিএনপির প্রতিবাদ র‌্যালি শোক সভা বা দোয়ার অনুষ্ঠানে রূপান্তরিত হয়। গত ২১ জুলাই র‌্যালি থেকে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে উত্তরার মাইলস্টোন স্কুল এবং কলেজের নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্যে দোয়া-মোনাজাত করা হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদের দ্ধে এনসিপি কর্তৃক বিষোদগারের নিন্দা ও প্রতিবাদ জানাতে পূর্বঘোষিত বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি স্থগিত করে ‘এফ-সেভেন বিজিআই’ যুদ্ধ বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে ‘শোক-র‌্যালি’ করা হয়।

জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত শোক-র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির এাণ ও পুনর্বাসন সম্পাদক এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। গেস্ট অব অনার ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট এবং প্রধান বক্তা ছিলেন গিয়াস আহমেদ। সম্মানীত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের ফরেন রিলেশন্স কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন (ভিপি) এবং যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির এম আলম।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার মুখমন্ডল হচ্ছে বাংলাদেশের মানচিত্র, আমাদের তারেক জিয়ার প্রত্যেকটি কথাবার্তা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছায়া। তাদের আশির্বাদে আমরা সারাবিশ্বে ঐক্যবদ্ধ রয়েছি। আমাদের স্নায়ুতে, আমাদের ধমনীতে বহমান বিএনপির আদর্শের রক্ত, তাই আমরা এক পরিবারের সদস্য।

আব্দুল লতিফ সম্রাট এনসিপির দুর্নীতি আর অপশাসনের দায় গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্ন্তী সরকারের ওপর চাপানো ঠিক হবে না বলে মন্তব্য করেন এবং বলেন, বাংলাদেশের বর্তমান নাজুক অবস্থার অবসানে দরকার জাতীয় নির্বাচন। জনগণের সরকার গঠিত হলেই আইনের শাসন কায়েমের দীর্ঘ প্রত্যাশা পূরণ হবে।

গিয়াস আহমেদ বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় যদি প্রয়োজন হয় আমেরিকা প্রবাসীরা তা করতে বদ্ধপরিকর।

স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এ র‌্যালির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ। নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় আব্দুল লতিফ সম্রাটের নেতৃত্বে। অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দেওয়ান কাউছার, সাংগঠনিক সম্পাদক রইস উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন, স্টেট বিএনপির নেতা কাজী আসাদউল্লাহ, ভিপি আলমগীর খান, হুমায়ুন কবীর, সাংবাদিক আনিসুর রহমান, মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজওয়ানা সেতু, সাবেক নির্বাচন কমিশনার এ আর মাহাবুবুল হক, স্টেট বিএনপির সদস্য তাজুল ইসলাম, শ্রমিক দলের সহ সভাপতি ওয়াহেদ আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ইঞ্জিনিয়ার মাঈনুদ্দিন, নাজমুল হাসান, মজিবর রহমান স্বপ্ন, মাকসুল আলম, শেখ মোহাম্মদ তারেক হাসান, এম কাইয়ুম দেলোয়ার, ড মোশারফ ফাউন্ডেশনের সভাপতি আলামিন সুমন, সাঈদা আখতার, মাসুদউল আলম, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, খাদেমুল হক রুবেল, রবিউল আক্তার রবি, আলাউদ্দিন সুমন, হুমায়ুন, জাসিম উদ্দিন, হাসান তারেক প্রমুখ।

একইসময়ে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশটিকেও শোক র‌্যালিতে পরিণত করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। এ সমাবেশের আয়োজন করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল এবং সার্বিক সহযোগিতায় ছিল বিএনটির অংগ ও সহযোগী সংগঠনসমূহ। যুক্তরাষ্ট্র জাসাসের মেম্বার-সেক্রেটারী জাহাঙ্গির সোহরাওয়ার্দির পরিচালনায় এ র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন মোস্তফা কামাল পাশা বাবুল। তিনি হতাহতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং বলেন, এনসিপির লোকজনের কারণে অন্তর্র্বতী সরকার সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে সক্ষম হচ্ছে না। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দরকার। জনগণের সত্যিকারের প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেই সকল সমস্যার সমাধানের পথ সুগম হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাবেক ক্যাশিয়ার জসিম উদ্দীন ভুইয়া। তিনিও এনসিপির নেতাদের বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সালাহউদ্দীনের বিরুদ্ধে মিথ্যা এবং কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সন্দ্বীপ বিএনপির সভাপতি গোলাম মাহমুদ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)