ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের ইয়ুথ ডেভেলপমেন্টের ওপেনিং সেরেমনি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 16-07-2025

ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের ইয়ুথ ডেভেলপমেন্টের ওপেনিং সেরেমনি

প্রবাসে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোরদের ভবিষ্যৎ নিয়ে এক ব্যতিক্রমী ও চমৎকার অনুষ্ঠানের আয়োজন করে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড। অনুষ্ঠানটি গত ১১ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির বিষয়বস্তু ছিলো ইয়ুথ ডেভেলপমেন্ট। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সোনিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের হেড অব চ্যান্সেরি ইসরাত জাহান। কি নোট স্পিকার ছিলেন মন মাউথ ইউনিভার্সিটির প্রফেসর ড. গোলাম মাতব্বর। গেস্ট অব অর্নার ছিলেন গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। সেমিনারে প্যানেলিস্ট ছিলেন অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট এম এ এফ মিসবাউজ্জামান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক। গেস্ট স্পিকার ছিলেন মামুন টিউটোরিয়ালের শেখ আল মামুন, খান’স টিউটোরিয়ালের ড. ইভান খান, আল নূর কালচারাল সেন্টারের মুফতি মোহাম্মদ ইসমাইল, ব্যাংকের বিজনেস স্পেশালিস্ট সিলভিয়া এবং আব্দুল কাদের। ইয়ুথ স্পিকার ছিলেন প্রিসিলা ফাতেমা, ইয়ুথ ডিরেক্টর ফারহান আব্দুর রহমান, জেনারেল সেক্রেটারি মালিহার রহমান, কো-অর্ডিনেটর রাইসা কইয়্যেবা, নাবিলা আহমেদ, চিফ কো-অর্ডিনেটর এস এম আবিদ ইবতিজহার, সাবেক বিচারপতি থমাস র‌্যাফায়েল, ডিরেক্টর শিউলি আক্তার এবং আতিকুর রহমান।

হোস্ট সংগঠনের যুববিষয়ক পরিচালক ফারহান আব্দুর রহমান ছিলেন মধ্যমণি। তার চেষ্টায় বিভিন্ন স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন এ অনুষ্ঠানে। তারা মা-বাবার দৃষ্টি আকর্ষণ করেছেন উদারচিত্তে সহায়তার জন্য। তাহলে তাদের আমেরিকান স্বপ্ন পূরণের পথ সুগম হবে। কয়েকজন তরুণ বক্তা প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের সমালোচনা করেন এবং গাজা ইস্যুতে মুসলিম শিক্ষার্থীদের নানাভাবে নাজেহালের প্রসঙ্গ উপস্থাপন করে বলেন, এরফলে আমেরিকার মূল্যবোধ প্রশ্নবিদ্ধ হতে চলেছে।

কমিউনিটির সামগ্রিক কল্যাণে নিরন্তরভাবে কাজের স্বীকৃতি হিসেবে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার ‘ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’-এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এবং পরিচালক ফারহান আব্দুর রহমানকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট (প্রক্লেমেশন) প্রদান করেছেন। 

ড. মাতবর ‘বিল্ড এ বেটার টুমরো টুগেদার’ সেøাগানে এই সেমিনারে ছিলেন মূল বক্তা এবং নিজের একমাত্র সন্তানের এগিয়ে চলার ব্যাপারটি দিয়েই উপস্থিত সকল তরুণ-তরুণীকে আশ্বস্ত করেন। কারণ, এই সেমিনারে অন্য বক্তারা অভিমত পোষণ করেছেন যে, বাংলাদেশি এবং দক্ষিণ এশিয়ার অধিকাংশ অভিভাবকই সন্তানের ওপর চাপ প্রয়োগ করেন ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। তা না হলে সন্তানের জীবনটাই বৃথা বলেও অনেক অভিভাবক মনে করেন। এ ধরনের চাপে পড়ে অনেক সন্তানই বিব্রতবোধ করেন এবং নিজের মতো করে জীবন গড়ার স্বপ্ন থেকে বঞ্চিত হচ্ছেন। 

ড. গোলাম মাতবর বলেন, আমেরিকা হচ্ছে ভাগ্য গড়ার অপূর্ব একটি দেশ, যেখানে সকল পেশাতেই অসাধারণ সাফল্য দেখানো যায়, আয়-উপার্জনও অকল্পনীয়ভাবে বৃদ্ধি পায়। ইতিমধ্যেই বাংলাদেশি বংশোদ্ভূত অনেক আমেরিকানই বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। আমার একমাত্র সন্তান বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। তাকে কেউ থামিয়ে রাখতে পারছে না। কারণ সে অসম্ভব মেধাবী এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। এটাই হচ্ছে এগিয়ে চলার রহস্য। তাই সব অভিভাবকেরই উচিত সন্তানের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া এবং সেজন্য সর্বাত্মক সহযোগিতা করা।

অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)