জিএম কাদেরকে চ্যালেঞ্জ করে সক্রিয় হচ্ছেন বিদিশা


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 16-07-2025

জিএম কাদেরকে চ্যালেঞ্জ করে সক্রিয় হচ্ছেন বিদিশা

ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে জাতীয় পার্টি। ৫ আগস্টের পর ‘অলটাইম পাওয়ার’ খ্যাত জাতীয় পার্টি বিপাকে পড়ে যায়। যেহেতু আওয়ামী লীগ সরকারের সঙ্গে বিগত ১৫ বছর ক্ষমতায় ভাগাভাগিতে হালুয়া রুটি খেয়েছে দলটি, তাই গণঅভ্যুত্থানের পর জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর হিসেবে নিষিদ্ধেরও দাবি ওঠে। খুব কম সংখ্যক দলীয় অনুষ্ঠনাদি করলেও ওই সব অনুষ্ঠানে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে বার কয়েক আক্রমণও করা হয়েছে। সেসব কাটিয়ে উঠেছে জিএম কাদেরের নেতৃত্বাধীন দলটি। 

ইতিমধ্যে দলের অভ্যন্তরে ক্ষমতার দ্বন্দ্ব ছাড়া জাতীয় পার্টি গুছিয়ে নেয়ার চেষ্টা করছেন নেতৃবৃন্দ। জাতীয় পার্টির সেই পুনর্গঠনের প্রক্রিয়াকে সামনে রেখে দলের অন্য একটি পক্ষ সরব হচ্ছে। আবারও সক্রিয় হচ্ছেন দলটির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। একই সঙ্গে রাজনীতিতে যুক্ত হচ্ছেন এরশাদ বিদিশা দম্পতির ছেলে এরিক এরশাদও।

গত সোমবার (১৪ জুলাই) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় এই ঘোষণা দেন বিদিশা। এ সময় তিনি বলেন, ‘এরশাদ যে আদর্শে দল গড়েছিলেন, তা এখনো প্রাসঙ্গিক। তাই আমরা আবার মাঠে নামছি, মানুষের জন্য কাজ করব।’

দল পুনর্গঠনের অংশ হিসেবে বিদিশা এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কাজী মো. মামুনুর রশীদকে মহাসচিব করে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করা হয়েছে বলে জানানো হয়। তারা ১৯ জুন এই সংক্রান্ত চিঠি ইসিতে পাঠিয়েছেন।

অনুষ্ঠানে বিদিশা বলেন, ‘দলের নেতাকর্মীরা চান, এরশাদের একমাত্র সন্তান এরিক রাজনীতিতে সক্রিয় হোক। আমিও একজন মা হিসেবে চাই তার পাশে থাকতে। আমি কোনো পদ চাই না, আমি মানুষের হৃদয়ে জায়গা চাই। আমি শুধু এরিকের মা হিসেবে মানুষের পাশে থাকতে চাই।’

এরশাদের মৃত্যুবার্ষিকীতে দলের নেতাকর্মীদের প্রতি বার্তা দিয়ে বিদিশা বলেন, ‘আসুন, আমরা সবাই এক হয়ে স্বৈরাচার জি এম কাদের ও শেরীফা কাদেরের হাত থেকে জাতীয় পার্টিকে রক্ষা করি। দলের অস্তিত্ব, ঐতিহ্য ও এরশাদের আদর্শকে বাঁচাতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

জাতীয় পার্টির সিনিয়র নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই আমাদের মুকুট। আমি আপনাদের সম্মান দিয়ে রাখতে চাই। আসুন, ব্যক্তিগত ইগো ছেড়ে আমরা এক হই। চেয়ারে কে বসবে, মহাসচিব কে হবেন এই হিসাব না করে বরং এরশাদের ভালো কাজগুলো তুলে ধরি।’

বিদিশা বলেন, ‘আমি এমপি বা মন্ত্রী হওয়ার জন্য রাজনীতিতে আসিনি। জাতীয় পার্টিকে বাঁচানো এখন আমাদের সবার প্রধান কর্তব্য হওয়া উচিত।’


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)