মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানিলসহ অবৈধ মাদক প্রতিরোধে ভিসা নিষেধাজ্ঞা নীতি কার্যকর


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 02-07-2025

মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানিলসহ অবৈধ মাদক প্রতিরোধে ভিসা নিষেধাজ্ঞা নীতি কার্যকর

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান ফেন্টানিল সংকট মোকাবিলায় মার্কিন প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। ফেন্টানিল এবং অন্যান্য অবৈধ মাদকের প্রভাব নিয়ন্ত্রণে নতুন একটি ভিসা নিষেধাজ্ঞা নীতি প্রণয়ন করা হয়েছে, যার আওতায় অবৈধ মাদক বাণিজ্যে জড়িত ব্যক্তিদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ ব্যবসায়িক সহযোগীরাও যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য বলে বিবেচিত হবেন। এই নতুন নীতি ইমিগ্রেশন ও ন্যাশনালিটি অ্যাক্ট-এর ধারা ২১২(এ)(৩)(সি) অনুসারে কার্যকর হবে এবং এক্সিকিউটিভ অর্ডার ১৪০৫৯ অনুযায়ী যারা বৈশ্বিক অবৈধ মাদক বাণিজ্যের সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত, তাদের ঘনিষ্ঠদের ওপর প্রযোজ্য হবে।

স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়, মাদক পাচারকারীদের পাশাপাশি তাদের পরিবার ও ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদারদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা শুধু তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেবে না, বরং এটি তাদের অবৈধ কার্যক্রম থেকে বিরত রাখার জন্য একটি শক্তিশালী বার্তা দেবে। যুক্তরাষ্টের পরিসংখ্যান অনুযায়ী, ১৮ থেকে ৪৪ বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ বর্তমানে ওভারডোজ। ২০২৪ সালে প্রতিদিন গড়ে ২২০ জনের বেশি মানুষ ওভারডোজে প্রাণ হারিয়েছেন। জনমত জরিপে দেখা গেছে, ৪০ শতাংশ আমেরিকান অন্তত একজনকে চেনেন, যিনি মাদক ওভারডোজে মারা গেছেন। এই পদক্ষেপ মার্কিন সরকারের মাদকবিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে একটি কৌশলগত সিদ্ধান্ত, যা শুধু অপরাধীদের নয়, তাদের সামাজিক ও অর্থনৈতিক নেটওয়ার্ককেও বিচ্ছিন্ন করার একটি চেষ্টার প্রতিফলন। তবে এই নিষেধাজ্ঞা নীতির প্রয়োগের ফলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক এবং বৈধ অভিবাসন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলেও কিছু বিশ্লেষকের মত।

পররাষ্ট্র দফতর বলেছে, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল ও অন্যান্য অবৈধ মাদক প্রবেশ বন্ধ করতে আমরা আমাদের হাতে থাকা সব ধরনের কূটনৈতিক ও আইনি উপায় ব্যবহার করবো।

নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতিটি মূলত ফেন্টানিল ও অন্যান্য অবৈধ মাদকের আন্তর্জাতিক পাচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রণয়ন করা হয়েছে। এই নীতির আওতায় শুধু মাদক ব্যবসায়ী নয়, তাদের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ ব্যক্তিগত বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এটি মাদক ব্যবহারে অভ্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে নয়, বরং যারা মাদকের অবৈধ বাণিজ্যের মাধ্যমে এই সংকটকে উসকে দিচ্ছে, তাদের দমন করাই এই নীতির মূল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র সরকার মনে করে, এই নিষেধাজ্ঞা মাদক পাচারকারীদের জন্য একটি শক্ত বার্তা হয়ে দাঁড়াবে এবং তাদের অবৈধ কার্যক্রম থেকে বিরত রাখতে সহায়ক হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)