বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফের জয়ে উচ্ছ্বাস


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 25-06-2025

বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফের জয়ে উচ্ছ্বাস

নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ৩৯ নম্বর ডিস্ট্রিক্টে পুনঃনির্বাচনে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১২টা) ২৯,৯৭৯ ভোটের মধ্যে ৬৯.৮% পেয়ে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রগতিশীল রাজনীতিক শাহানা হানিফ। জয়ের পর এক বিবৃতিতে তিনি এই ফলাফলকে মানুষের শক্তির জয় এবং কর্পোরেট শক্তির পরাজয় হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, এটি আমাদের প্রগতিশীল আন্দোলনের অগ্রগতির প্রতিফলন। শাহানা হানিফ আরও বলেন, এই জয় এমন এক ব্রুকলিন গঠনের পথে আরেক ধাপ এগিয়ে, যেখানে সব সম্প্রদায় জাতি, ধর্ম, ভাষা ও শ্রেণি নির্বিশেষে একত্রে কাজ করে। বিভাজনের রাজনীতিকে আমরা প্রত্যাখ্যান করেছি। শাহানা হানিফ বাংলাদেশী আমেরিকান এবং নতুন প্রজন্মের প্রতিনিধি। গত নির্বাচনে তিনি প্রথম মুসলিম কাউন্সিলম্যান হিসাবে জয়ী হয়ে ইতিহাস রচনা করেছিলেন। এবার তিনি পুনরায় নির্বাচিত হয়ে বাংলাদেশী আমেরিকানদের গর্বিত করেছেন।

তিনি প্রত্যেক ভোটার, স্বেচ্ছাসেবক ও ৩৯ নম্বর ডিস্ট্রিক্টের বাসিন্দাদের প্রতি, যাঁরা তাঁকে পুনরায় নির্বাচিত করেছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে এলাকাগুলো আমাকে বড় করেছে, সেই এলাকাগুলোর প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় গৌরব।

তার বিপক্ষ প্রার্থী মায়া কর্নবার্গকেও তিনি অভিনন্দন জানিয়ে বলেন, তিনি একজন উদ্যমী প্রার্থী ছিলেন, এবং আমি আশাবাদী আগামী দিনে তাঁর ও তাঁর সমর্থকদের সঙ্গে সহযোগিতা করেই কাজ করতে পারব।

তবে হানিফ বলেন, আমরা যেটুকু অর্জন করেছি, তাতে গর্বিত, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। তিনি জানান, পরবর্তী চার বছরে তাঁর অগ্রাধিকার থাকবে ভাড়ার সমস্যা মোকাবিলা করা, সার্বজনীন সরকারি শিশু সেবা (চাইল্ড কেয়ার) চালু করা এবং ব্রুকলিনকে সবার জন্য বাসযোগ্য রাখা। শাহানা হানিফ নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও হিজাব পরা মহিলা কাউন্সিল মেম্বার হিসেবে ইতিহাস গড়েছিলেন ২০২১ সালে। তাঁর এই পুনর্নির্বাচন তাঁর জনপ্রিয়তা ও জনসম্পৃক্ত রাজনীতির প্রতিফলন বলেই বিশ্লেষকরা মনে করছেন। উল্লেখ্য, তিনি চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের মেয়ে। বাংলাদেশী অধ্যুষিত ব্রুকলীনেই তার বেড়ে ওঠা।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)