বাচিক শিল্পী শরফুজ্জামান মুকুল আর নেই


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 04-06-2025

বাচিক শিল্পী শরফুজ্জামান মুকুল আর নেই

বিশিষ্ট বাচিক শিল্পী, সংবাদ পাঠক, নাট্যজন এবং কমিউনিটি অত্যন্ত পরিচিত মুখ শরফুজ্জামান মুকুল আর নেই। তিনি ৩০ মে দিবাগত রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। মৃক্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, আত্মীয়স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন। ড্রামা সার্কল-এর সভাপতি আবীর আলমগীর জানিয়েছেন, শরফুজ্জামান মুকুল দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন। লংআইল্যান্ড জুইস হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘদিন তার অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় এবং সম্ভাবনা না থাকায় গত ৩০ মে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

মরহুম শরফুজ্জামানের নামাজে জানাজা শনিবার অনুষ্ঠিত হয় এবং নামাজে জানাজা শেষে তাকে লংআইল্যান্ডের মুসলিম গোরস্থান ওয়াশিংটন মেমোরিয়ালে দাফন করা হয়। জানা গেছে, শরফুজ্জামান মুকুল ইয়েলো সোসাইটির সদস্য ছিলেন। তার লাশ দাফনের ব্যাপারে সহযোগিতা করেছে ইয়েলো সোসাইটি। শরফুজ্জামান মুকুলের মৃত্যুতে পুরো নাট্য কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)