ইলন মাস্কের পদত্যাগ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 04-06-2025

ইলন মাস্কের পদত্যাগ

ট্রাম্প প্রশাসনে সরকারি ব্যয় কমানোর অজুহাতে নানা সংস্কার ও কর্তনের উদ্যোগ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার উদ্যোক্তা ও টেসলা-স্পেসএক্সের সিইও ইলন মাস্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে সরে দাঁড়ালেন। ‘বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত ট্রাম্পের প্রধান আইন প্রণয়ন উদ্যোগের কড়া সমালোচনার পরই তিনি তার পরামর্শক ভূমিকা থেকে পদত্যাগের ঘোষণা দেন। ইলন মাস্ক নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে মাস্ক বলেন, একজন স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হয়েছে। আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই বাজেটের অপচয় কমানোর সুযোগ দেওয়ার জন্য। তিনি আরো বলেন, ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি মিশন সময়ের সঙ্গে আরও শক্তিশালী হবে এবং এটি সরকারি সংস্কারের একটি জীবনধারায় পরিণত হবে।

পদত্যাগের একদিন আগে মাস্ক একটি সাক্ষাৎকারে ট্রাম্পের আইন প্রণয়ন প্রস্তাবের সমালোচনা করে বলেন, এটি একটি বিপুল ব্যয়বহুল বিল, যা সরকারি ঘাটতি বাড়ায় এবং তার ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির কাজকে ব্যাহত করে। তিনি বলেন, একটি বিল বড় হতে পারে বা সুন্দর হতে পারে, কিন্তু আমি নিশ্চিত না, এটা দুটো একসঙ্গে হতে পারে কি না।

হোয়াইট হাউস কর্মকর্তারা ইলন মাস্কের পদত্যাগ নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও স্বীকার করেন যে বিলটির কিছু অংশ নিয়ে তিনি অসন্তুষ্ট, তবে সামগ্রিকভাবে তিনি খুশি এবং ভবিষ্যতে এতে পরিবর্তনের সম্ভাবনাও উন্মুক্ত রেখেছেন। রিপাবলিকান সিনেটর রন জনসন মাস্কের উদ্বেগকে সমর্থন করে বলেন, আমি এলনের হতাশাকে বুঝতে পারি। তিনি জানান, বিলের ব্যয় কাটছাঁট না হলে তিনি সমর্থন দেবেন না।

স্পিকার মাইক জনসন মাস্ককে ধন্যবাদ জানিয়ে বলেন, হাউস ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির পরামর্শ বাস্তবায়নে প্রস্তুত। তিনি আরো বলেন, সরকারি খরচ কমাতে হোয়াইট হাউস ৯.৪ বিলিয়ন ডলারের রেসিশন প্রস্তাব কংগ্রেসে পাঠাচ্ছে, যার মধ্যে পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন ও বৈদেশিক সহায়তা খাতে বড় কাটছাঁট রয়েছে। সরকারে কাজ করার অভিজ্ঞতা তাকে হতাশ করেছে। ওয়াশিংটনে জটিলতা আমার কল্পনার চেয়েও বেশি।

তিনি এখন আবার টেসলা ও স্পেসএক্সের মতো বেসরকারি প্রতিষ্ঠানে মনোনিবেশ করতে চান এবং রাজনীতিতে তার সম্পৃক্ততা কমাবেন। এক সময় ট্রাম্পের প্রতি প্রকাশ্য সমর্থন জানানো ইলন মাস্ক বলেছিলেন, আমি ওনাকে যত বেশি চিনেছি, ততই ভালোবেসেছি। ট্রাম্পও মাস্ককে একজন সত্যিকারের মহান আমেরিকান বলে আখ্যা দিয়েছিলেন।

তবে এবার মাস্কের সমালোচনা রিপাবলিকান আইনপ্রণেতাদের নতুন করে ভাবতে বাধ্য করতে পারে, বিশেষত যেসব অংশে বিলটি সরকারি ব্যয় হ্রাসে ব্যর্থ হয়েছে। এখন সিনেটের আলোচনায় এই বিলটির চূড়ান্ত রূপ কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আগ্রহ তৈরি হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)