বাড়ির দরজায় ফ্রি প্যালেস্টাইন বার্তা লেখা মুসলিম পরিবারকে হুমকিমূলক চিঠি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 28-05-2025

বাড়ির দরজায় ফ্রি প্যালেস্টাইন বার্তা লেখা মুসলিম পরিবারকে হুমকিমূলক চিঠি

বাড়ির গ্যারেজের দরজায় ফ্রি প্যালেস্টাইন বার্তা প্রদর্শনের কারণে ওকলাহোমার ব্রোকেন অ্যারো শহরে এক মুসলিম পরিবারকে ইসলামবিদ্বেষী ও হুমকিমূলক চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, পরিবারটি ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গত মার্চ মাস থেকে তাদের গ্যারেজে ‘ফ্রি প্যালেস্টাইন’ বার্তা লিখে রেখেছিল। কিন্তু ১১ মের আশপাশে তারা একটি অজ্ঞাত প্রেরকের পাঠানো একটি খোলা খামযুক্ত চিঠি পায়, যাতে ছিল একটি মৃত শিশুর গ্রাফিক ছবি। খামের ঠিকানায় লেখা ছিল: ‘গাজা স্ট্রিপ রেসিডেন্ট’।

চিঠির মধ্যে ইসলাম ধর্মকে অবমাননাকরভাবে উল্লেখ করা হয় এবং পরিবারটিকে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডি আইচএস) কাছে রিপোর্ট করার হুমকি দেওয়া হয়।

পরিবারটি নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক থাকলেও জানিয়েছে,এই কাপুরুষোচিত কাজ আমাদের ভয় দেখানোর জন্য করা হলেও আমরা ন্যায়বিচার ও সত্যের পক্ষে অবিচল থাকবো। আমরা আমাদের ধর্ম নিয়ে গর্বিত এবং কোনো হুমকিতে ভয় পাবো না। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার )-এর ওকলাহোমা চ্যাপ্টার। সংস্থাটি যে কোনো ঘৃণামূলক ঘটনার প্রতিবাদ জানানোর জন্য এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

কেয়ার-ওকলাহোমার নির্বাহী পরিচালক ভেরোনিকা লাইজার বলেন, আমরা সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে আহ্বান জানাই, যাতে তারা নিজ নিজ ঘরে নিরাপদ ও মুক্তভাবে বাস করতে পারেন। কেউ যদি এরকম হুমকি বা হয়রানির শিকার হন, তাহলে অবিলম্বে আমাদের কাছে রিপোর্ট করুন। কেয়ারের ২০২৫ সালের নাগরিক অধিকার প্রতিবেদন অসাংবিধানিক দমনপীড়নে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়া এখনো সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বিশেষ করে যারা গণহত্যা ও বর্ণবাদের বিরুদ্ধে মুখ খুলছেন, তারা ব্যাপক বৈষম্য ও নিপীড়নের মুখোমুখি হচ্ছেন। ব্রোকেন অ্যারোর এই ঘটনাটি শুধু একটি মুসলিম পরিবারের ওপর ঘৃণার প্রকাশ নয়, বরং এটি সমগ্র সমাজের নৈতিকতা ও মানবিকতার প্রতি চ্যালেঞ্জ। ফ্রি প্যালেস্টাইন বার্তা দিয়ে যে পরিবারটি শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশ করছিল, তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। এটি স্পষ্টভাবে মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় সহিষ্ণুতার পরিপন্থী। এই ধরনের ঘৃণামূলক আচরণ যদি কঠোরভাবে মোকাবিলা না করা হয়, তবে তা আরো বড় সামাজিক বিভাজনের জন্ম দিতে পারে। এখন সময় সরকারি প্রশাসন, মানবাধিকার সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে এমন বিদ্বেষমূলক কার্যকলাপের বিরুদ্ধে দাঁড়ানোর, যেন প্রতিটি নাগরিক নিজ বিশ্বাস ও মতপ্রকাশে নিরাপদ এবং সম্মানিতবোধ করতে পারে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)