রফিকুল মাওলার লাশ বাংলাদেশে দাফন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 28-05-2025

রফিকুল মাওলার লাশ বাংলাদেশে দাফন

যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্রস্থ সন্দ্বীপ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল মাওলার লাশ উদ্ধার করা হয়েছে (ইন্না লিল্লাহি.. রাজেউন)। গত ২০ মে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বে-রীজ এলাকায় বাসাসংলগ্ন বেল্ট পার্কওয়ের পার্শ্ববর্তী পার্ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মাথার পেছনে থেঁতলানো ছিল। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা গত ২৩ মে সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সন্দ্বীপ সোসাইটির সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ফিরোজ আহমেদ জানান, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে কংক্রিটের রাস্তায় পড়ে যাওয়ায় মাথার পেছনে আঘাত পেয়েছিলেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হতে পারে। রফিকুল মাওলার নামাজে জানাজা শেষে তার লাশ বাংলাদেশে পাঠানো হয়। সেখানে আবারও নামাজে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এদিকে শ্রমিকদলের নেতা রফিকুল মাওলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আলম, বিএনপি নেতা কাজী আজম, রকিবউদ্দিন দুলাল, বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য জাহাঙ্গির সোহরাওয়ার্দী প্রমুখ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)