নায়াগ্রা ফলস সিটি কাউন্সিল নির্বাচনে সিলভানা রহমান


ছন্দা বিনতে সুলতান , আপডেট করা হয়েছে : 28-05-2025

নায়াগ্রা ফলস সিটি কাউন্সিল নির্বাচনে সিলভানা রহমান

আগামী ২৪ জুন নায়াগ্রা ফলস সিটি কাউন্সিল নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিলভানা রহমান। জানা গেছে, তিনিই নায়াগ্রা ফলসের প্রথম এশিয়ান আমেরিকান, যিনি সিটি কাউন্সিল পদে নির্বাচন করছেন। এই প্রজন্মের সন্তান সিলভানা রহমান পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি নির্বাচনে জয়লাভ করলে নায়াগ্রা ফলসের জনগণের উন্নয়নে কাজ করবেন, সব ধরনের সেবা, অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি তার নির্বচনী ইশতেহারে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, সিলভানা রহমান নায়াগ্রা ফলসের রিয়েল এস্টেট ব্যবসায়ী মিজানুর রহমানের জ্যেষ্ঠ কন্যা।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)