মিশিগানে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশী যুবক নিহত, আহত ২


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 28-05-2025

মিশিগানে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশী যুবক নিহত, আহত ২

গুলিবিদ্ধ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে আব্দুল আহাদ (২৪) নামে এক কর্মজীবী যুবক নিহত হয়েছেন। নিহতের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলাধীন দোহাল গ্রামে। তিনি মিশিগানের ডেট্রয়েট সিটিস্থ মেগডুগাল এলাকায় বসবাসরত সফিক আহমদের সন্তান। একই সময় আরো ২জন আহত হন।

জানা গেছে, গুরুতর আহত হাসপাতালে চিকিৎসাধীন মাসুম আহমেদের অবস্থা আশংকাজনক। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। গত ২৫ মে রবিবার সন্ধ্যার পর সংশ্লিষ্ট রাজ্যের ডেট্রয়েট সিটিস্থ জেইন পার্ক এলাকায় আহাদ গুলিবিদ্ধ হন। 

এদিকে এমন অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় মিশিগানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটিসহ ভিনদেশীয় নাগরিকদের মাঝে নেমে এসেছে বিষাদের ছায়া। সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম।

এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের কর্মকান্ড চলছে। তবে এমন নৃশংস ঘটনার অনুসন্ধানে নানান সূত্র নিয়ে পুলিশ মাঠে কাজ করছে।

এদিকে এমন মৃত্যু নিয়ে মিশিগানের বিভিন্ন স্থানে লোকমুখে নানান কথা চাউর হচ্ছে। লোকমুখে জানা যাচ্ছে, এক গাড়ির সাথে অপর গাড়ির সংঘর্ষ সংক্রান্ত সৃষ্ট জটিলতার জের ধরে প্রথমে কথা কাটাকাটি এবং পরবর্তীতে ওই অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এ বিষয়ে কেউ মুখ খুলছে না।

এদিকে পরদিন ২৬ মে সোমবার মিশিগানের নূর মসজিদে নিহত আব্দুল আহাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেনে শত শত প্রবাসী। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। জানা গেছে, ২৭ মে মঙ্গলবার মিশিগানের একটি কবরস্থানে নিহত আহাদের দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এদিকে নিহত আব্দুল আহাদ ও আহত চিকিৎসাধীন মাসুমের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)