পবিত্র আরাফাতের ময়দানে খুতবা দেবেন শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 28-05-2025

পবিত্র আরাফাতের ময়দানে খুতবা দেবেন শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ

পবিত্র হজ সমাগত। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে হজ করার নিয়ত নিয়ে সৌদি পৌঁছাতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাদেশে অনেক আগে থেকেই হজযাত্রা শুরু হয়েছে। এ বছর সৌদি আরবে ১ হাজার ৪৪৬ হিজরির হজ উপলক্ষে পবিত্র আরাফাতের ময়দানে খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের বিশিষ্ট আলেম, সম্মানিত ইমাম ও খতিব শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ।

আরাফাতের ময়দানের পশ্চিম সীমান্তে অবস্থিত বিখ্যাত মসজিদ আল-নামিরায় খুতবা পাঠ এবং নামাজ আদায়ে ইমামতির দায়িত্ব পালন করবেন আবদুল্লাহ বিন হুমাইদ। এ মর্মে বাদশাহ সালমান একটি নির্দেশাবলি জারি করেছেন বলে জানিয়েছে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার নববি মসজিদ কর্তৃপক্ষ।

আরাফাতের ময়দানে মুসলিম উম্মাহর মহাসম্মিলনই হজের প্রধান অনুষ্ঠান। জিলহজ মাসের ৯ তারিখকে বলা হয় ইওয়ামে আরাফাহ বা আরাফাহ দিবস। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় সেদিন মুসল্লিরা আরাফাত ময়দানে সমবেত হবেন। খুতবা পাঠ ও নামাজ আদায়ের মধ্য দিয়ে পালন করা হবে দিবসটি। আরাফাতের ময়দানে দেওয়া খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করে সম্প্রচার করবে সৌদি আরব কর্তৃপক্ষ। সৌদি গেজেট জানায়, খুতবার দায়িত্ব পাওয়া বিন আবদুল্লাহ হুমাইদ সৌদি আরবের অন্যতম শীর্ষ আলেম হওয়ার পাশাপাশি একাধারে নামকরা ইসলামিক পণ্ডিত এবং কয়েকটি গ্রন্থের লেখকও। সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবদুল্লাহ হুমাইদ কাজ করেছেন। তিনি সৌদি মজলিস আল শুরার (সৌদি আরবের পরামর্শদাতা পরিষদ) স্পিকার, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান, কাউন্সিল অব ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমির প্রেসিডেন্ট, দুটো পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান এবং সৌদি রয়াল কোর্টের উপদেষ্টা।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)