পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 22-05-2025

পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে এক মাসের মধ্যে ঢাকা ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন  ছুটিতে যাওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

এ বিষয়ে মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব হিসাবে নিয়োগ দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে তাকে দেশে ফেরত আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

এক মাস সময় কেন প্রয়োজন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘একজন রাষ্ট্রদূত হঠাৎ করে কর্মরত দেশ ত্যাগ করতে পারেন না। নিয়ম অনুযায়ী ওই দেশের নীতিনির্ধারকদের সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রদূত দেশ ত্যাগ করেন।’

এদিকে অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামকে সচিব পদমর্যাদায় উন্নীত করার জন্য এসএসবিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছে একটি সূত্র।

অন্যদিকে ১১ ব্যাচের কর্মকর্তা রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সচিব করা হচ্ছে। আগামী মাসের ২০ তারিখে অবসর-পূর্ব ছুটিতে যাবেন তিনি। ওই দিবস বা তার আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে কাজ করবেন বলে জানিয়েছে আরেকটি সূত্র।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন দু-একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। নিজে থেকে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন মো. জসীম উদ্দিন।
Google News Logoবাংলা ট্রিবিউনের খবর পেতে গুগল নিউজে ফ


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)