এবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) তে বিএনপি বা জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী প্রকৌশলীরা কোনঢাসা হয়েছে পড়েছেন। এই মতাদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের আইইবিতে পদ পদবী পেতে বাধা সৃষ্টি করা হচ্ছে। আর এমন বাধা সৃষ্টির পেছনে মুক্তিযুদ্ধে বিরোধী চক্রটি সুচারুভাবে কাজ করে যাচ্ছে।
জানা গেছে,অবৈধভাবে আইইবি দখলকারীরা সম্পুর্ণ পরিকল্পিতভাবে জাতীয়তাবাদী আদর্শের শক্তিশালী নেতৃত্বকে আইইবি থেকে দূরে সরিয়ে রাখতে নানামূখী প্রতিকূলতা সৃষ্টি করছে। মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী এই চক্রটি অবৈধভাবে শুধু আইইবি দখলই করে নাই এখন তারা জবরদস্তি মুলকভাবে ইজিএম ডেকে দীর্ঘসময়ের জন্য আইইবিকে নিয়ন্ত্রন করতে চাচ্ছে । এর পাশাপাশি এখানে বিএনপি বা জাতীয়তাবাদী আদর্শের কোন শক্তিশালী নেতৃত্ব যেন প্রবেশ করতে না পারে সেইজন্য নানামূখী তৎপরতা শুরু করেছে।
এসব তথ্য মিলেছে ইঞ্জনিয়র্ািস ইনস্টটিউিশন, বাংলাদশে (আইইবি) সাথে সম্পৃক্ত জাতীয়তাবাদী ঘরনার ত্যাগি বেশ কয়েকজনের প্রকৌশলীদের সাথে আলাপ করে। এদের সাথে কথা বলে জানা গেছে, সম্প্রতি আইইবি’ত মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী এই অংশটি প্রকৌশলী মহাসমাবেশে হামলা করে শফিকুল ইসলাম খানকে হত্যা সহ প্রকৌশলী কাজী কাশেম, প্রকৌশলী মুয়িদ রুমি, প্রকৌশলী শিহাব সহ ১৫-২০ জন নেতা কর্মীদের আহত করা হয়েছে। এছাড়া সেখানে উপস্থিত জাতীয়তাবাদী ঘরনার অনেক প্রবীন প্রকৌশলীদের হেনস্থাও করা হয়েচিল। এব্যাপারে বিএনপি’র আদর্শে বিশ্বাসীরা দলটির হাই কমান্ডের কাছে অভিযোগ করা হয়েছে বলে সুত্র জানায়। খোজ নিয়ে জানা গেছে এমনকি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি প্রকৌশলী ইলিয়াসকে পুলিশের মাধ্যমে আটক করেছে। বর্তমান ইলিয়াস জেল হাজতে আছেন। বাকী নেতৃত্বের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।
ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট, বাংলাদেশ (আইইবি) একটি স্বনামধন্য পেশাজীবী প্রতিষ্ঠান। সারা বাংলাদেশের প্রকৌশলীদের মিলনমেলা। আইইবি ৭৭ বছরে পুরনো একটি প্রতিষ্ঠান। দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন সময়ে আইইবি গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। ড. রশিদ, ড. শাহজাহান ড. কামরুল ইসলাম সিদ্দিকী, ড. জামিলুর রেজা চৌধুরী, ড. আ ন হ আক্তার হোসেনের মত তীক্ষè মেধাবী প্রকৌশলীদের নেতৃত্ব এই প্রতিষ্ঠান নেতৃত্ব দিয়েছেন। সেই আইইবিতে বিগত আওয়ামী সরকারের সময় টেন্ডার ভাগাভাগি হত আর এখন বহিরাগ মাস্তাানরা নিয়মিত গার্ড দিচ্ছে বর্তমান দখলবাজদের।
আইইবি’র সাথে সক্রিয় বেশ কয়েকজন প্রকৌশলী জানান, এই প্রতিষ্টানটি সুকৌশলে দখলে রেখে তারা পর্যায়ক্রমে স্বাধীনতা বিরোধী চক্রটি হয়তো দেশের পেশাজীবী পরিষদে একক নেতৃত্ব দিতে চাচ্ছে। কেননা দেশের বাজেটের ৮০ভাগ নিয়ন্ত্রন প্রকৌশলীদের হাতে। আর তাই এখানে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করতে পারলে দেশের অর্থনৈতিক কার্যক্রমে তারা ওতপ্রোতভাবে জড়িয়ে যেতে পারবে।
এব্যাপারে আইইবি’র একজন সক্রিয় সদস্য বুয়েটের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী ফজলুল করিম দেশ প্রতিনিধিকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, তারা যে কোন মুল্যে আইইবির শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের সকল দেশপ্রেমিক প্রকৌশলীদের স্বাভাবিক মিলন মেলা হবে। তিনি বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও ভবিশ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রকৌশলীরা নিরন্তর কাজ করতে পারবে সেই পরিবেশ নিশ্চিত করতে চাই। সুষ্ঠু স্বাভাবিক উন্নত গণতান্ত্রিক চর্চার মাধ্যমে প্রকৌশলীরা প্রকৌশল নেতৃত্ব নির্বাচন করবেন- আমরা সেই পরিবেশ ফিরিয়ে আনতে চাই।
প্রকাশক: মঞ্জুর হোসেন
সম্পাদক: মিজানুর রহমান
House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)