জেমিনির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্টজনদের সম্মাননা প্রদান


দেশ ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-05-2025

জেমিনির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্টজনদের সম্মাননা প্রদান

কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ম্যাগাজিন জেমিনি। এ উপলক্ষে গত ৯ মে সন্ধ্যায় সিটির উডসাইডের গুলশান ট্যারেসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজকে বিশেষ সম্মাননা প্রদানসহ সোসাইটির আরো কয়েকজন ট্রাস্টি বোর্ড সদস্য, কমিউনিটি অ্যাকটিভিস্ট ও প্রবাসের জনপ্রিয় শিল্পী এবং মিউজিয়ানদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

বর্ণাঢ্য ও ব্যতিক্রমী এই অনুষ্ঠান পরিচালনা করেন সাপ্তাহিক জেমিনি সম্পাদক বেলাল আহমেদ। অনুষ্ঠানের অতিথিরা অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বিপুল প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে যোগ দেন এবং উপভোগ করেন। 

অনুষ্ঠানে অতিথি বক্তারা শত বাধাবিপত্তি অতিক্রম করে দীর্ঘ ১০ বছরের পথ চলায় জেমিনি ম্যাগাজিন ও এর সম্পাদক বেলাল আহমেদের প্রশংসা করেন। পাশাপাশি বক্তারা নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষার মিডিয়াগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান। 

অনুষ্ঠানে যাদের হাতে ‘জেমিনি অ্যাওয়ার্ড-২০২৫’ তুলে দেওয়া হয় তারা হলেন- বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দীন সাগর, খানস টিউটিরিয়ালের চেয়ারপারসন নাইমা খান, ফোবানা ২০২৫-এর কনভেনর, বিশিষ্ট সংগঠক ও ফোবানার সাবেক মেম্বার সেক্রেটারি আবু জোবায়ের দারা, সোসাইটির ট্রাস্টি ও কমিউনিটি বোর্ড মেম্বার কাজী সাখাওয়াত হোসেন আজম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, সোসাইটির ট্রাস্টি এবং কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি, সোসাইটির ট্রাস্টি এবং কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাব্বি সৈয়দ, নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারের চিফ ফিন্যান্সিয়াল অফিসার জাহিদ আলম, নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারের লাইফ হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট ও নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সার্জেন্ট ফুয়াদ হোসাইন, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সার্জেন্ট হুমাইয়ুন কবির এবং গ্যালাক্সি মিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও বদরুদ্দোজা সাগর এবং ইএসপিএন টেকনোলজির লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদ সোহেল। 

এছাড়াও সংগীতশিল্পী হিসেবে যাদের অ্যাওয়ার্ড প্রদান করা হয় তারা হলেন- রানো নেওয়াজ, শাহ মাহবুব, চন্দন চৌধুরী, কৃষ্ণা তিথী, অনিক রাজ ও সবিতা দাস এবং মিউজিশিয়ান শিল্পী হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয় এ এম এম নেওয়াজ শরীফ, মোহাম্মদ শাহাদাত ওসমান, সৌরভ দাস, মোহাম্মদ সাইদুর রহমান ও মানিক আহমেদ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)