আওয়ামী লীগ নিষিদ্ধে আনন্দ সমাবেশ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 14-05-2025

আওয়ামী লীগ নিষিদ্ধে আনন্দ সমাবেশ

জঙ্গি সংগঠন এবং মানবতা ও গণতন্ত্রের দুশমন হিসেবে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ এবং ফ্যাসিস্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। সেই সাথে গণহত্যাকারী সংগঠন হিসাবে আওয়ামী লীগের কর্মকান্ড নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিলে নিউইয়র্কে আনন্দ-সমাবেশ হয়েছে। সেই আনন্দ সমাবেশে মিষ্টি বিতরণ করা হয়েছে।

গত ১২ মে সোমবার সন্ধ্যায় বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সমাবেশটির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলা ব্লগ’র অন্যতম সংগঠক ও বিএনপি নেতা জসিম উদ্দিন ভুঁইয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।

আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপে নিউইয়র্কের এই সমাবেশ থেকে আনন্দ মিছিল এবং প্রবাসীদের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়। এ সময় অন্তর্বর্ন্তী সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানের পাশাপাশি প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয় আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতার তথ্য আন্তর্জাতিক বন্ধুদের অবহিত করার জন্য।

বাংলা ব্লগ’র প্রধান উপদেষ্টা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ এই আনন্দ মিছিলে অংশ নেন। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি নয়। বিএনপিই হচ্ছে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তিনি যদি বাংলাদেশের স্বাধীনতা চাইতেন তাহলে স্বাধীনতার ঘোষণা দিয়ে ভারতে গিয়ে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। গিয়াস আহমেদ বলেন, সেই সংকটময় সময়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশে থেকেই যুদ্ধ পরিচালনা করেছিলেন। অন‍্যদিকে শেখ মুজিবুর রহমান একাত্তরের মূল চেতনা গণতন্ত্র, মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, ন‍্যায় বিচারকে গলাটিপে হত্যা করে একদলীয় শাসন-ব্যবস্থা কায়েম করে বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীকে হত‍্যা করেন। আবার ফ্যাসিস্ট শেখ হাসিনাও একাত্তরের চেতনা হত‍্যা করেছে। গণতন্ত্র ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিরোধী দলের হাজার-হাজার নেতাকর্মীকে হত‍্যা করেছে। এসময় তিনি আওয়ামী লীগকে আজীবনের জন‍্য নিষিদ্ধ করতে সরকারের কাছে দাবি জানান।

সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, বাংলাদেশে সবচেয়ে খুনি দলের পরিণত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। গত ১৬ বছরে এই দল মানবতাবিরোধী যে অপরাধ করেছে তার বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হতে হবে। তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করার দাবি জানান।

কেন্দ্রীয় বিএনপির সদস্য আব্দুল লতিফ সম্রাট বলেন, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন। ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই সংগঠনের গড-ফাদার। এই দলটিকে শুধু নিষেধাজ্ঞা নয়, তাদের নেতা-কর্মীদের বিচার করে কঠোর শাস্তি দিতে হবে।

কেন্দ্রীয় বিএনপির সদস্য জিল্লুর রহমান জিল্লু বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী এবং মানুষ হত্যাকারী একটি সংগঠন। এই সংগঠনের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। তাছাড়া উর্দুনামে কোন সংগঠন বাংলাদেশে থাকতে পারে না। তাই এই সংগঠন চিরতরে নিষিদ্ধের দাবি জানান তিনি।

আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল, জাসাসের সেক্রেটারি জাহাংগীর সরোয়ার্দী, বিএনপি নেতা মুশাররফ হোসেন সবুজ, আবদুস সবুর, এবাদ চোধুরী, মিজানুর রহমান, আব্দুল আহাদ, মোহাম্মদ আব্দুল খালেক, দেওয়ান কাউসার, সৈয়দা মাহমুদা শিরিন, সৈয়দ আকিকুল ইসলাম ফারুক, ফারুক চৌধুরী, গিয়াস উদ্দীন, যুক্তরাষ্ট্র যুব দলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুণ, খোরশেদ আলম, নিউইয়র্ক বিএনপি দক্ষিণের সাধারণ সম্পাদক বদিউল আলম, বিএনপি নেতা হেলাল উদ্দিন, আব্দুর রহিম, দেওয়ান কাউছার, মনির হোসেন, লিয়াকত আলী, আনোয়ার জাহিদ, মিজানুর রহমান মিজান, শরিফুল খালিশদার, রিয়াজ মাহমুদ, রিপন মিয়া, নূরুল আলম, আবুল কালাম, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়াদী, এনাম চৌধুরী, খলকুর রহমান, ফারুক চৌধুরী, এবাদ চৌধুরী, সালেহ আহমেদ মানিক, শাহাদৎ হোসেন রাজু প্রমুখ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)