ফিরোজ আহমেদ কমিউনিটি বোর্ড ১২ এর মেম্বার নির্বাচিত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 07-05-2025

ফিরোজ আহমেদ কমিউনিটি বোর্ড ১২ এর মেম্বার নির্বাচিত

সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট, ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফিরোজ আহমেদ ব্রুকলিন কমিউনিটি বোর্ড ১২ এর বোর্ড মেম্বার নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর ২০২৫ -২০২৭ তিনি এই দায়িত্ব পালন করবেন। কমিউনিটি বোর্ড ১২ এর এলাকা হচ্ছে কেনসিংটন, বড়ো পার্ক, ওশান পার্কওয়ে, মিডউড।

এই এলাকাগুলির বাজেট, উন্নয়ন, পুলিসিং, ট্রান্সপোর্ট,পার্কসহ নানান বিষয়ে কমিউনিটি বোর্ড ১২ নিউ ইয়র্ক সিটি মেয়র, বোরো প্রেসিডেন্ট ও কাউন্সিল মেম্বার দের সাথে কাজ করেন।

ফিরোজ আহমেদ এর আগেও কম্যুনিটির বিভিন্ন সংগঠনের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখনো করছেন। তিনি সাবেক ২ বারের নির্বাচন কমিশনার বাংলাদেশ সোসাইটি ইনক, সাবেক মেম্বার সেক্রেটারি ফোবানা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সন্দ্বীপ সোসাইটি ইউএসএ, ফোবানা বর্তমান স্টিয়ারিং কমিটির ট্রেজারার, সদস্য নিউ ইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবসহ আরো অনেক প্রতিষ্ঠানের সাথে নানান জনহিতকর কাজে অব্যাহতভাবে জড়িত আছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)