ভারতের বিমান হামলায় পাকিস্তানের অন্তত তিনটি মসজিদ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে


দেশ অনলাইন , আপডেট করা হয়েছে : 07-05-2025

ভারতের বিমান হামলায় পাকিস্তানের অন্তত তিনটি মসজিদ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে

ভারতের চালানো বিমান হামলায় পাকিস্তানের অন্তত তিনটি মসজিদ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ শাখা আইএসপিআর-এর মহাপরিচালক।  বুধবার ভোরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, গত রাতের হামলায় ভারত ছয়টি স্থানে মোট ২৪টি হামলা চালিয়েছে।  এতে ৮ নিরীহ নাগরিক শহিদ হয়েছেন।

তিনি জানান, শুধুমাত্র আহমদপুর ইস্ট এলাকায় পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন কন্যাশিশুও রয়েছে। মুজাফফরাবাদে বিলাল মসজিদে হামলায় এক শিশু আহত হয়েছে এবং মসজিদের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোটলির আব্বাস মসজিদেও হামলা হয়েছে। মুরিদকেতে আরেকটি মসজিদে হামলায় এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হন।

তিনি আরও জানান, সিয়ালকোটের কাছে কোটলি লোহারান গ্রামে একটি কামানের গোলা আঘাত হানে এবং শাকগড়ে একটি ওষুধ বিতরণকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইএসপিআর মহাপরিচালক এই হামলাগুলোকে ‘ভারতের কাপুরুষোচিত ও অকারণ আগ্রাসন’ হিসেবে আখ্যা দেন এবং তিনি জানান, পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যেই জবাব দিতে শুরু করেছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবধরনের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভারতের এই নগ্ন আগ্রাসনের প্রমাণ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সংবাদমাধ্যমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)