ফ্লোরিডায় অভিবাসন দমন অভিযানে চার দিনে প্রায় ৮০০ জন গ্রেফতার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 30-04-2025

ফ্লোরিডায় অভিবাসন দমন অভিযানে চার দিনে প্রায় ৮০০ জন গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা গত ২৬ এপ্রিল জানিয়েছে, ফ্লোরিডায় ‘অপারেশন টাইডাল ওয়েভ’ নামে একটি নতুন অভিবাসনবিরোধী অভিযানের প্রথম চারদিনে প্রায় ৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে ফেডারেল, স্টেট এবং স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে একটি ‘প্রথমবারের মতো’ অংশীদারত্ব দেখা গেছে বলে দাবি করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট।

অভিযানটি শুরু হয় ২১ এপ্রিল থেকে এবং এতে ফ্লোরিডার ৬৭টি কাউন্টির শেরিফ অফিস অংশ নিয়েছে। স্থানীয় পুলিশদের ‘অসাধারণ সমর্থন’ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম এক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে বলেন, সব অপরাধী অবৈধ অভিবাসীদের জন্য এটা হুঁশিয়ারি: আমরা আসছি। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং আমাদের স্টেট অংশীদাররা তোমাদের খুঁজে বের করবে, গ্রেফতার করবে এবং বহিষ্কার করবে। এটা প্রতিশ্রুতি। এই অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে এমএস-১৩ গ্যাং সদস্য, সাজাপ্রাপ্ত খুনি ও ধর্ষকরাও রয়েছেন বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটির পাবলিক অ্যাফেয়ার্সের সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন। তিনি বলেন, এসব অপরাধী যারা এতোদিন ধরেই অবাধে চলাফেরা করে মার্কিন জনগণকে আতঙ্কিত করছিল, তাদের রাস্তায় থেকে সরিয়ে ফেলা হয়েছে। দেশজুড়ে এমন আরো অভিযান চলবে।

অভিযান চালিয়ে যেতে স্থানীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করছে ফ্লোরিডা প্রশাসন। গত মাসে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার ঘোষণা দেন, ফোর্ট মায়ার্স সিটি কাউন্সিল যদি আইসের সঙ্গে অংশীদারত্ব না করে, তবে তা ‘অত্যন্ত উদ্বেগজনক এবং অবৈধ’ হবে। এর পরই কাউন্সিল দ্বিতীয়বার ভোট নিয়ে আইসের সঙ্গে চুক্তি অনুমোদন করে। নেপলসের কংগ্রেসম্যান এবং রিপাবলিকান গর্ভনর পদপ্রার্থী বাইরন ডোনাল্ডস বলেন, যারা অংশীদারত্বে রাজি হননি, তাদের পদচ্যুত করা উচিত। গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ফ্লোরিডা নিশ্চিত করবে, রাজ্যের আইন মানা হচ্ছে। অভিবাসন নিয়ে নিষ্ক্রিয়তার যুগ শেষ। নিজ নিজ আচরণ গুছিয়ে নিন।

তবে বিতর্কিতভাবে এ অভিযানের মধ্যে একটি দুই বছর বয়সী মার্কিন নাগরিক শিশুকেও ভুলবশত ডিপোর্ট করা হয়েছে বলে জানা যায়, যার বিচারক মন্তব্য করেছেন, কোনো অর্থবহ প্রক্রিয়া ছাড়াই এটি ঘটেছে। এ ঘটনাটি নিয়ে মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)