স্ন্যাপ কাটছাঁটের প্রস্তাব নিয়ে কংগ্রেসে তীব্র বিতর্ক


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 17-04-2025

স্ন্যাপ কাটছাঁটের প্রস্তাব নিয়ে কংগ্রেসে তীব্র বিতর্ক

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় খাদ্য সহায়তা কর্মসূচি, ‘সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ (স্ন্যাপ) সাধারণভাবে ফুড স্ট্যাম্প সহায়তা কর্মসূচি কাটছাঁটের প্রস্তাব নিয়ে কংগ্রেসে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তার ভবিষ্যৎ নিয়ে মার্কিন কংগ্রেসে তীব্র রাজনৈতিক বিরোধ দেখা দিয়েছে। হাউস এবং সিনেটের কৃষি কমিটির সাম্প্রতিক শুনানিতে এই ইস্যুটি বিশেষ গুরুত্ব পায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রস্তাবিত বাজেট পরিকল্পনার আওতায় স্ন্যাপ থেকে ২৩০ বিলিয়ন ডলার কাটার কথা বলছে। এই বাজেট কাটের উদ্দেশ্য ট্রাম্পের ৪.৫ ট্রিলিয়ন ডলারের কর ছাড় ও সীমান্ত নিরাপত্তা প্রকল্পের জন্য অর্থসংস্থান নিশ্চিত করা।

বর্তমানে যুক্তরাষ্ট্র কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, স্ন্যাপ কর্মসূচির মাধ্যমে প্রতি মাসে প্রায় ৪১ মিলিয়ন নিম্ন-আয়ের আমেরিকান গড়ে ১৮৭ ডলার করে সহায়তা পান। চলমান মূল্যস্ফীতি এবং খাদ্য ব্যাংকগুলোর ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যে এই প্রস্তাবিত বাজেট কাট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

হাউস কৃষি কমিটির ডেমোক্র‍্যাট সদস্য অ্যাঞ্জি ক্রেইগ বলেছেন, এই বাজেট কাট কৃষকদের আয়ে আনুমানিক ৩০ বিলিয়ন ডলারের ক্ষতি করবে, বিশেষত ট্রাম্পের ‘বাণিজ্যযুদ্ধের’ কারণে কৃষকদের যেসব বাজার হারাতে হয়েছে, তার পরিপ্রেক্ষিতে। হাউস কমিটির চেয়ারম্যান, রিপাবলিকান সদস্য গ্লেন ’জিটি’ থম্পসন বলেন, আমাদের অবশ্যই স্ন্যাপের মাধ্যমে প্রকৃত প্রয়োজন মতো সহায়তা অব্যাহত রাখতে হবে। সেই সঙ্গে অংশগ্রহণকারীদের আত্মনির্ভরশীল হওয়ার দিকেও এগিয়ে নিতে হবে।

রিপাবলিকানরা স্ন্যাপের উপকারভোগীদের জন্য কাজসংক্রান্ত শর্ত আরো কঠোর করতে চান। তবে ডেমোক্র‍্যাটদের মতে, এই শর্তগুলো কার্যত সুবিধা কমানোর নামান্তর, কারণ এতে অনেকেই এই কর্মসূচি থেকে বাদ পড়বেন। এই ইস্যুটি সিনেট কৃষি কমিটির শুনানিতেও গুরুত্ব পায়, যেখানে ইউএসডিএর ডেপুটি সেক্রেটারি পদে স্টিফেন ভাডেনসহ ট্রাম্প প্রশাসনের মনোনীতদের নিয়োগ নিয়ে আলোচনা হয়।

হাউসের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস ডেমোক্র‍্যাটদের পক্ষ থেকে জানিয়েছেন, তারা কোনোভাবেই স্ন্যাপ বাজেট কাট মেনে নেবে না। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, ট্রাম্প প্রশাসন একটি নির্বাহী আদেশের মাধ্যমে অবৈধ অভিবাসীদের স্ন্যাপ সুবিধা থেকে বঞ্চিত করার প্রক্রিয়া শুরু করেছে, যার ফলে এসব অভিবাসীদের খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্ন্যাপ সুবিধাভোগীদের উচিত স্টেট ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে সর্বশেষ নিয়মাবলি সম্পর্কে সচেতন থাকা, যাতে তারা প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হন।

এদিকে ট্রাম্প প্রশাসন অভিবাসীদের স্ন্যাপ সুবিধা সীমিত করার নতুন নিয়ম প্রস্তাব করেছে। এতে জাঙ্ক ফুড, যেমন- সোডা, চিপস, ক্যান্ডি ও প্রক্রিয়াজাত খাবার কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আনার কথা বলা হয়েছে। টেক্সাস ইতোমধ্যে এমন একটি বিল সিনেটের মাধ্যমে পাস করেছে।

এ প্রস্তাবগুলোর সমর্থকরা যুক্তি দিচ্ছেন যে এতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে উঠবে। তবে সমালোচকরা বলছেন, বাস্তবে এসব আইনের বাস্তবায়ন কঠিন এবং এটি দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য পছন্দের স্বাধীনতায় হস্তক্ষেপ। হাউসের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস জানিয়েছেন, ডেমোক্র‍্যাটরা কোনোভাবেই স্ন্যাপ বাজেট কাট মেনে নেবে না। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন একটি নির্বাহী আদেশের মাধ্যমে অবৈধ অভিবাসীদের স্ন্যাপ থেকে বঞ্চিত করার প্রক্রিয়া শুরু করেছে। এর ফলে অভিবাসীদের খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

এই পরিস্থিতিতে, স্ন্যাপ সুবিধাপ্রাপ্তদের উচিত রাজ্য ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ নিয়ম ও আপডেট সম্পর্কে অবহিত থাকা, যাতে তারা প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)